কাহিনী সংক্ষেপ ফ্যাকাল্টির সাথে ট্যুরে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়বন্ধু অঙ্কুর, শাহেদ, আবির, তমাল, বর্ণাঢ্য ও দীপক । স্থান: সেন্টমার্টিন দ্বীপের অদূরে রাতারাতি জেগে ওঠা দ্বীপ ‘মিস্টেরিল্যান্ড’। যেটিকে স্থানীয় লোকেরা ডাকছে ‘শয়তানের দ্বীপ’ নামে! রহস্যঘেরা দ্বীপটির অচেনা গাছগুলোর মাথার ওপর দিয়ে সারারাত চক্কর দিতে দিতে পাহার দেয় মানুষমুখো ‘দানবপাখি’। দ্বীপটিকে নিয়ে গবেষণা করতে এসে উধাও হয়েছেন ইলিনয় বিশ্ববিদ্যালয়ের দুইজন প্রফেসর। ঘুরতে ঘুরতে ঘন ঝোপের আড়ালে হেলিপ্যাডের মতো স্থানটিতে উঠে দাঁড়াল ছয়বন্ধু । অমনি তা সচল হয়ে তাদেরকে নামিয়ে নিয়ে গেল অচেনা জগতে । ফেলে গেল ঘনঘোর বিপদের কেন্দ্রবিন্দুতে ।
ওদিকে অপরিণামদর্শী বিজ্ঞানী জ্যাকব শ্যারন সঙ্গোপনে করে ফেলেছে মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কারটি! কী সেই আবিষ্কার যাতে কিনা ধ্বংস হয়ে যাবে প্রাণের পৃথিবী তথা সমগ্র মহাবিশ্ব? ছয়বন্ধু কীভাবেই বা গিয়ে পড়ল পাগল বৈজ্ঞানিকের হাতের মুঠোয়? তারা কি পারবে প্রাণ নিয়ে ফিরতে? পারবে কি রক্ষা করতে মায়াময় পৃথিবীকে? টানটান উত্তেজনা...রোমখাড়া শিহরণ... আর দমবদ্ধ সাসপেন্স! এটা কি অ্যাডভেঞ্চার? এটা কি সায়েন্স ফিকশন? এটা কি থ্রিলার? -এটা একের ভেতর সব!!!
জন্ম : ৩১ জানুয়ারি, চাঁপাইনবাবগঞ্জ জেলায়। বাবা : মৃত. আবু আশফাকুর রহমান অনু ।মা : তাহমিনা বেগম । লেখক ৩৫তম বিসিএস এর একজন ক্যাডার কর্মকর্তা হিসেবে বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে সহকারী যন্ত্র প্রকৌশলী পদে কর্মরত আছেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক । ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, বাগেরহাট এ প্রশিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করলেও অভিজ্ঞতাপ্রিয় লেখক পরবর্তিতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কো¤পানি লিমিটেড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। লেখালেখির বহুমাত্রিক অঙ্গনে খেয়ালি লেখকের বিচরণ দীর্ঘদিনের। বাল্যকালেই তার সাহিত্যপ্রতিভার স্ফূরন। হাইস্কুলজীবন থেকেই তার গল্প, ছড়া-কবিতা, সায়েন্স ফিকশন, নিবন্ধ, কার্টুন ইত্যাদি দেশের প্রথম সারির জাতীয় দৈনিক ও মাসিক পত্রিকাগুলোতে ছাপতে শুরু করে। ছাত্রজীবনে লেখালেখির পাশাপাশি আঁকাআঁকি, অভিনয়, আবৃত্তি, বক্তৃতা, বিতর্ক ইত্যাদি বিষয়েও পারদর্শিতার স্বাক্ষর রেখেছেন প্রতিযোগিতায় পুরষ্কার প্রাপ্তির মাধ্যমে । গত বইমেলার মাঝামাঝিতে এসে সময় প্রকাশন থেকেই প্রকাশিত হয় লেখকের প্রথম সায়েন্স ফিকশনের বই 'তৃতীয় অনুভূতি' । অল্প কয়েকদিনেই বইটি বিপুল পাঠকপ্রিয়তা অর্জন করায় প্রথম মুদ্রণ নিঃশেষ হয়ে যায় । এইবছর প্রকাশিত হয় বইটির দ্বিতীয় মুদ্রণ ।