মিমোকে পড়াতে আসতে প্রায় আধা ঘন্টা লেট করে ফেলেছে জাহিদ। মিমো মুখটা ভার করে বসে আছে। স্যারের আসতে দেরি হয়েছে বলে ও আজ পড়তে চাচ্ছে না। জাহিদ ওর দিকে স্নেহময় দৃষ্টিতে তাকিয়ে বলল, মিমো, বসে আছ কেন, বইগুলো বের কর? মিমো বিরক্তিতে ব্যাগটা টেনে নিয়ে বইগুলো বের করতে করতে বলল, স্যার, আপনার আসতে এত দেরি হলো কেন? আমি আজ ডরিমন দেখব না? জাহিদ বলল, সরি মিমো, আজ পড়। এরপর আর দেরি হবে না। আজ হঠাৎ স্পাইডার ম্যানের সাথে দেখা হওয়াতে দেরি হয়ে গেল। 'স্পাইডার ম্যানের নাম শুনে মিমো বিস্ময়ভরা উচ্ছ্বসিত গলায় বলল, কী বললেন স্যার, আপনার সাথে আজ স্পাইডার ম্যানের দেখা হয়েছিল? কোথায় দেখা হয়েছিল স্যার? আমাকে একটু সেখানে নিয়ে যাবেন? আমি স্পাইডার ম্যানকে দেখব। খুব দেখতে ইচ্ছে করছে আমার। জাহিদ হেসে বলল, বাসে আসছি। জানালা দিয়ে হঠাৎ তাকিয়ে দেখি একটা স্পাইডার ম্যান এ বিল্ডিং থেকে সে বিল্ডিং-এ কেমন লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। আমি স্পাইডার ম্যান বলে দিলাম একটা চিৎকার। অন্য যাত্রীরা যারা ছিল তারাও জানালা দিয়ে তাকিয়ে স্পাইডার ম্যান বলে চিৎকার দিল। ব্যাস, ড্রাইভার বাস দিল থামিয়ে। বেধে গেল বিশাল জ্যাম। সে জন্যই তো আসতে এত দেরি হলো।