ফ্ল্যাপে লেখা কিছু কথা বিশ্বব্যাপী পানির সঙ্কট আর জলীয় প্রতিবেশের অবক্ষয় নিয়ে লিখিত এই বইটি।আঞ্চলিক ও বিশ্ব প্রেক্ষাপটে পানিসম্পদের অতিব্যবহার ও দূষণ এই অমূল্য সম্পদকে ঠেলো দিয়েছে এক অনিশ্চিত গন্তব্যে।মানব-হস্তক্ষেপজনিত কারণে জলীয় প্রতিবেশের অবক্ষয় চিত্র আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। পানির আন্তরসাদৃশ্য কন্টকময় সমস্যাসমূহ মানবজাতিকে ঠেলে দিচ্ছে সংঘাতময় পরিস্থিতির দিকে।প্রকট আকার ধারণ করছে পানীয় জলের অভাবে।দূষিত হচ্ছে সাগর-মহাসাগর, নদী-খালবিল ও বিভিন্ন পানির আধার।বিপন্ন হচ্ছে প্রজাতি ও ইকোসিস্টেম।ক্রমবর্ধমান জনসংখ্যার প্রয়োজ ছাড়াও বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য পানির চাহিদা বাড়ছে।এজন্য কী মানের ও কী পরিমাণের পানি পাওয়া যাবে তার ওপর ব্যাপক গবেষণা হওয়া প্রয়োজন। প্রয়োজন সুষ্ঠু পানিসম্পদ ব্যবস্থাপনা-দেশীয়, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে। বইটি বিশেষভাবে সব ধরনের পাঠকের জন্য বোধগম্য করে লেখা।পানিসম্পদ ও তার ব্যবস্থাপনা সম্পর্কে বিশেষজ্ঞ বা গবেষণা পর্যায়ে লিখিত হয়নি বইটি। বইটিতে পানিসম্পদের ভীতিকর অবক্ষয়ের চিত্র তুলে ধরা হয়েছে এবং পানিসম্পদের ওপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে আলোকপাত করা হয়েছে।
হাসান জাহিদ 'জলবায়ু পরিবর্তন : প্রেক্ষাপট বাংলাদেশ ও বিশ্ব' হাসান জাহিদ-এর পরিবেশ বিষয়ক তৃতীয় গ্রন্থ। ইতোপূর্বে লেখকের 'বিপন্ন পরিবেশ: বিপন্ন পৃথিবী', 'পানিসম্পদ ও জলীয় প্রতিবেশ : বিপন্ন বিশ্ব' এবং 'Knowing the Environment' গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে। হাসান জাহিদ পরিবেশ বিষয়ে বিভিন্ন পত্রিকায় বাংলা ও ইংরেজিতে প্রবন্ধ লিখেছেন। তিনি জাপান ও পরিবেশ ব্যবস্থাপনা ও পরিকল্পনা, পরিবেশগত প্রভাব নিরূপণ (ইআইএ) বিষয়ে প্রশিক্ষণ লাভ করেন। ডিপার্টমেন্ট অভ এনভায়রনমেন্ট থেকে তিনি ২০০২ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এসকাপ (ESCAP) আয়োজিত 'ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এন্ড কিয়োটো প্রটোকল' শীর্ষক সেমিনারে বাংলাদেশের