"শেয়ারব্যবসায় সাফল্যের অব্যর্থ কৌশল : বি ইয়োর ওউন বস" বইটির সম্পর্কে কিছু কথা: আমাদের দেশের বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় একজন সাধারণ মানুষ কীভাবে তার সুপ্ত স্বাধীন চেতনা ও অর্থনৈতিক মুক্তি ও সাফল্য অর্জনে আগ্রহী হতে পারেন-সেটাই আমার প্রধান বিবেচ্য বিষয় ছিল। আমার সার্বিক বিবেচনায় শেয়ার বা স্টক ব্যবসা এক্ষেত্রে সর্বাধিক উপযােগী একটি বান্ধব মাধ্যম হিসেবে প্রতীয়মান হয়েছে। দেশে এবং প্রবাসে (মূলত উত্তর আমেরিকা) আমার কর্মজীবনে শেয়ার ট্রেডিং এবং শেয়ারব্যবসাসংক্রান্ত কাজে দীর্ঘদিন ধরে জড়িত আছি। শেয়ারব্যবসায় আমার সুদীর্ঘ দিনের সংশ্লিষ্টতা বাস্তব অভিজ্ঞতার আলােকে আমার দৃঢ় বিশ্বাস একজন সাধারণ মানুষ বা বিনিয়ােগকারী তার জীবন-জীবিকার পাশাপাশি শেয়ারব্যবসাকে তার কর্মজীবনে সংযােজন করতে পারলে কাঙ্ক্ষিত অর্থনৈতিক সাফল্য অর্জন ত্বরান্বিত হবে। আমার অভিজ্ঞতালব্ধ জ্ঞান, তথ্য এবং কৌশলসমূহকে সুচিন্তিতভাবে সন্নিবেশ করেছি যাতে একজন সাধারণ মানুষ ইচ্ছা করলে শেয়ার বা স্টক ব্যবসায় বিনিয়ােগ করে লাভবান হতে পারেন। | এই বইয়ে এমন কিছু তথ্য ও কৌশল সহজ ভাষায় পরিবেশন করেছি যা শুধু অল্পসংখ্যক সফল শেয়ার বিনিয়ােগকারী শেয়ার ট্রেডারগণ জানেন এবং ব্যবহার করে নিয়মিতভাবে লাভবান হন। সাধারণ মানুষ বা সাধারণ শেয়ারব্যবসায়ীদের এসব জ্ঞান ও কৌশল থেকে দূরে রাখা হয় যাতে সাধারণের বিনিয়ােজিত অর্থে ঐ স্বল্প সংখ্যক ব্যক্তি তাদের অর্জিত বিশেষ জ্ঞান ব্যবহার করে নিয়মিতভাবে লাভবান হন।