রাত গভীরে জ্যোৎস্না যখন নামে। কীর্তনখোলার জলে; জল ও জ্যোৎস্নার মাখামাখি সারারাতযেন পৌরাণিক এক ইতিহাস কথা বলে। পানপাত্র হাতে নদী, জ্যোৎস্না সুরা ঢালে। উত্তাল তরঙ্গ ছুঁয়ে যায় নদীকূল। ধ্রুপদী নৃত্যের তালে।
সূচিপত্র * সেই বিকেলে ৯ * যদি চাও ১০ * ভালোবাসা দেখব বলে ১১ * কেন পাওনা খুঁজে আমায় ১২ * ভালোবাসার কথা বললে বলেই ১৬ * খোলা চিঠি ১৪ * জাননা কি তুমি ১৫ * একদিন বাউণ্ডুলে গাঙচিল ১৬ * জানি ভুলে যাবে ১৭ * জানি আর আসবে না ১৮ * আমার একটি ক্ষোভ ছিল ১৯ * হে আগন্তুক ২০ * তোমাতেই অন্তরীণ ২১ * আজ বিকেলে ২২ * আমিও একদিন ২৩ * সেই চিৎকার ২৪ * তোমাকে ভেবেই ২৫ * যদি একবার দণ্ডাদেশ দাও ২৬ * তৃষ্ণার জল ২৭ * কথা ছিল আমারও যুদ্ধে যাবার ২৮ * এ এক জীবন ২৯ * আকুল তুমি হবেই ৩০ * হে পরিব্রাজক ৩১ * পুনর্জন্ম ৩২ * খচার পাখি ৩৩ * কিছু কিছু সম্পর্ক ৩৪ * সেই পথ ৩৫ * পতাকা ৩৬ * স্মৃতির আঘাত ৩৭ * অরুন্ধতী ফিরে যায় ৩৮ * জানিনে তাও তবুও ৩৯ * আমন্ত্রণ ৪০ * যতবার ভালোবাসি বলেছ ৪১ * এখনই সময় ৪২ * আমি তো ছিলামই ৪৩ * বেলা অবেলায় ৪৪ * পারাপার ৪৫ * নাগরিক কোলাহল ছাড়িয়ে ৪৬ * খোলা চিঠি বাবাকে ৪৭ * আমি তোমায় ঠিক চিনে নেব ৪৮ * তোমাতেই হারাই ৪৯ * কী করে পোড়াবে আমায় তুমি ৫০ * তোমরা যা জানোনা ৫১ * পুরুষ তুমি জানলে না ৫২ * যদি মরে যাই ৫৩ * তোমার ভালো থাকাটাই সব ৫৪ * চলো যাই ৫৫ * তুমি আমায় ঋণ করেছ ৫৬ * আলোক জোনাকি বাসর ৫৭ * হে নষ্ট সভ্যতা ৫৮ * পাহাড়ি নদী ৫৯ * আমি ওদের মা বলছি ৬০ * আত্মার সমুদ্র স্নান ৬১ * ডেকেছি তোমায় ৬২ * কান্নার নদী ৬৩ * আমি থাকি কিংবা নাই থাকি ৬৪