“ক্রিপিপাস্তাস" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ শুরুতেই প্রশ্ন আসতে পারে যে, ক্রিপিপাস্তা কী? এর সাথে কি খাবার ‘পাস্তার কোনাে সম্পর্ক। আছে? নাহ নেই। ক্রিপিপাস্তা আসলে খাদ্য সংক্রান্ত কিছুই নয় ক্রিপিপাস্তা বলতে মূলত বােঝায় ইন্টারনেটে ছড়িয়ে থাকা ভয়ের গল্পগুলোকে। এগুলাে কখনাে আপনি সামাজিক যােগাযোগ মাধ্যমে পাবেন, কখনাে কোনাে ওয়েবসাইটে, কখনাে বা ইউটিউবে। এই গল্পগুলাে বেশ ভয়ের। কেউ বলে এই কাহিনিগুলাে সত্য, আবার কেউ বলে এগুলাে বানানাে গল্প ছাড়া আর কিছু না। তবে এই ব্যাপারে সবাই একমত, গল্পগুলাে আসলেই ভয়ের!
অ্যান্নোরা পেত্রোভা, স্কেটিং করতে মেয়েটি। হুট করেই তার নামে কারা যেন খুলে ফেললাে একটি উইকিপিডিয়া পেজ, আর সেখানে যা-ই লেখা হতাে সেটাই ঘটে যেত অ্যান্নোরার জীবনে। কিংবা অনেক পুরােনাে একটি টিভি শাের কথা চিন্তা করুন, যেটি বাচ্চাদের ভয় দেখানাের জন্য বানানাে হয়েছিল। তার পিছনে কি লুকিয়ে আছে কোনাে অন্ধকার সত্য? সত্যিই কি কোনাে অদ্ভুত পরীক্ষা করে মানুষকে শয়তানে রূপান্তরিত করেছিল রাশিয়ার একদল বিজ্ঞানী? কেউ বলে এগুলাে শুধুই গল্প! আবার কেউ বলে এগুলাে বাস্তবেই ঘটেছিল! ক্রিপিপাস্তা হলাে ইন্টারনেটের আনাচে কানাচে ছড়িয়ে থাকা কিছু ভয়ের গল্প! ভয়ের রাজ্যে আপনাদের যাত্রা শুভ হােক।
লুৎফুল কায়সার । জন্ম রাজশাহীতে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশলে স্নাতক করেছেন।। বই পড়তে ভালােবাসেন আর সেখান থেকেই লেখালেখির শুরু। ভৌতিক ব্যাপার-স্যাপারের। প্রতি আলাদা আগ্রহ রয়েছে। আরবান লেজেন্ডস-তার প্রথম একক গ্রন্থ ছিল। এরপর লেখেন ক্রিপিপাস্তাস। এছাড়াও অনুবাদ। করেছেন আরও কিছু বই। আফ্রিতা: আঁধারের সন্ধানে-তার প্রথম মৌলিক উপন্যাস। বর্তমানে কাজ করছেন আফ্রিতার। সিকুয়েল এবং আরও কিছু মৌলিক ও অনুবাদ নিয়ে।