"এ ফায়ার অব ফোর্থ সেঞ্চুরি" বইটিতে লেখা ফ্ল্যাপের কথা: প্রায় ষােলশ বছর পূর্বে, স্পার্টায় বাস করত মিসরীয় বংশােদ্ভূত অনিন্দ্য সুন্দরী তরুণী অ্যালেক্সান্দ্রা, যে বয়ে বেড়াচ্ছিল দেবতা প্রমিথিউসের অভিশাপ। অ্যালেক্সান্দ্রা যখন মায়ের গর্ভে তখন এক 'পুরােহিত তার মাকে সতর্ক করে বলেছিল, পূর্ণিমা রাত তার অনাগত সন্তানের জন্য অশুভ। এ রাতে যেন তাকে দুগ্ধস্নান করানাে হয় এবং বাইরে বের হতে না দেয়া হয়। ষােল বছর অন্যথা হয়নি এ নিয়মের। যদিও একটা সময় ভাগ্য অ্যালেক্সান্দ্রাকে নিয়ে যায় এক নির্জন দ্বীপে। যে দ্বীপে সে একা নয়, আটকা পড়েছিল আরও পনের-ষােল জন স্পার্টান। যাদের মধ্যে রয়েছে এক ভাগ্যবিড়ম্বিত যুবক ফিদেল। মেয়েজামাতা রূপে তাকে পছন্দ করেছিল অ্যালেক্সান্দ্রার বাবা। গ্রিস হতে রােমে ফেরার পথে এক রাজজাহাজ তাদের দেখে উদ্ধারে এগিয়ে আসে, যে জাহাজে ছিল স্বয়ং রােমান যুবরাজ। যার বাগদত্তাকে রােমের হিতার্থে বিসর্জন দিতে চায় প্যাগান পুরােহিতরা বাধা হয়ে দাঁড়ায় যুবরাজ। পুরাে রােম জনতা চলে যায় তার বিপক্ষে। বিপক্ষে চলে যায় সিনেট, এমনকি সর্বদা ছায়াতুল্য পিতাও। বাধ্য হয়ে নিজ সৈন্যদের বিরুদ্ধে তরবারি ওঠাতে হয় তাকে। অথচ যারা কিনা সর্বদা তার নেতৃত্বে যুদ্ধে নেমেছিল। শেষ পর্যন্ত সাম্রাজ্য, সিংহাসন সব ত্যাগ করে বাগদত্তাকে নিয়ে অজানার উদ্দেশ্যে পা বাড়ায়। চিহ্নিত হয় সাম্রাজ্যদ্রোহী রূপে। চিরকালের জন্য রুদ্ধ হয়ে যায় রােমে ফেরার পথ। কিন্তু যাকে বাঁচাতে রােম ত্যাগ করতে হয়েছিল। আবার তাকে বাঁচাতেই রােমে ফিরে আসতে হয় যুবরাজকে। তারপর....!!!! যুদ্ধ, মিথ, বীরত্ব, প্রেম, বিশ্বাসঘাতকতা, রাজনৈতিক ষড়যন্ত্র এবং আত্মত্যাগের এক শ্বাসরুদ্ধকর উপাখ্যান- ‘এ ফায়ার অব ফোর্থ সেঞ্চরি’
জিমি তানহাব জন্ম ৫ ডিসেম্বর। পড়াশােনা করেছেন ইংরেজি ভাষা এবং সাহিত্য নিয়ে। বহুল আলােচিত বেস্টসেলার ‘ফোর্থ সেঞ্চুরি' সিরিজের লেখক তিনি। ফোর্থ সেঞ্চুরি’ ছাড়াও দুহাজার বছর পূর্বের প্রেক্ষাপটে রচিত তার জনপ্রিয় সিরিজ ইন্দ্রজাল’ পাঠক মহলে ব্যাপক সমাদৃত। জিমি তানহাব স্বতন্ত্র এবং নিজস্ব শিল্পরীতিতে বিশ্বাসী। হাজার বছরের পুরােনাে ইতিহাস, দর্শন এবং সভ্যতাকে তিনি নাটকীয়ভাবে গ্রন্থের পাতায় আশ্রয় দিতে ভালােবাসেন। তিনি মনে করেন, বিগত কয়েক যুগে রচিত বিশ্বের কালজয়ী সাহিত্যগুলােকে ছাড়িয়ে যাবার সাধনা করলে সত্যিকার অর্থে সাহিত্য জগতকে অমূল্য কিছু উপহার দেওয়া সম্ভব। এছাড়াও একজন লেখককে নৈতিকভাবে তার নিজের শিল্পকর্মের কাছে দায়বদ্ধ থাকতে হয় বলে মনে করেন তিনি। জিমি তানহাবের সৃষ্ট উল্লেখযােগ্য ক্ল্যাসিক উপন্যাসগুলাে : ‘এ মিস্ট্রি অব ফোর্থ সেঞ্চুরি’, ‘এ ফায়ার অব ফোর্থ সেঞ্চুরি’, ইন্দ্রজাল (হাজার বছরের পিছুটান), ইন্দ্রজাল ২ (হাজার বছরের আরাধনা) এবং রহস্যময় রােমান সম্রাট নীরাের শাসনামলের প্রেক্ষাপটে রচিত রক্ততৃষ্ণা।