পাঠক আপনি কি জানেন, শাহবাগের মােড়, কমলাপুর রেলওয়ে স্টেশন। আর এয়ারপাের্টের মাল ডেলিভারী সেকশনের মধ্যে কি মিল আছে? একটি মাত্র শব্দ “ধৈর্য”। রাস্তায় আটকে পরেছেন-ধৈর্য, ব্যাংকে বিল। পরিশােধ করতে গিয়েছেন-ধৈর্য, কাউকে ভালােবাসেন-তাতেও ধৈর্য। জীবনটা কি ধৈয্য ছাড়া চলে না? না। Benjamin Franklin বলেছেন : “He that can have patience can have what he will." আমি আমার জীবনে অনেক দেশ ঘুরেছি, অনেক ডিপ্লোমা আছে আমার থলেতে, কিন্তু যেটা আমি সব জাতির মহৎ ব্যক্তিদের মধ্যে কমন। পেয়েছি, তা হল ধৈর্য। চলুন আমি আপনাদের কয়েকটি প্রশ্ন করি ।। আপনি উত্তর দেবেন হ্যা’ বা না। '১. আপনি কি নিজেকে সবসময় সঠিক মনে করেন আর সবসময়। অন্যের প্রশংসা চান? ২. আপনি কি মনে করেন আপনার ধারণাটি অন্যের চেয়ে বেশি ভাল? ৩. যেই মুহূর্তে আপনার সাথে কেউ দ্বিমত পােষণ করে, আপনার কি। সাথে সাথে মনে হয় তার মাথা খারাপ? ৪. আপনি কি মনে করেন জীবনের যত দুদর্শা শুধু আপনারই হয়' হতাশা, ভুল আর মনােমালিন্য? ৫. আপনি কি মনে করেন জীবনে “উচ্চভিলাষ” টিই সবচেয়ে গুরুত্বপূর্ণ? ৬. আপনি কি মনে করেন সবার ব্যবহার, চরিত্র আর মেজাজ শুধু। আপনার মতই হবে? এখন প্রশ্ন হল কীভাবে আপনি আপনার ধৈর্য বাড়াবেন? এতক্ষণ যা জিজ্ঞেস করলাম, তার উল্টোটি করুন। আমরা ব্যস্ততা নামের ঘােড়ার পিছনে সবসময় দৌড়াচ্ছি। তাই নিজেরা অধৈর্য হয়ে পড়ি, যখন হতাশা এসে পড়ে। আমি কি তাহলে পিছিয়ে যাচ্ছি?।
Tarique Huq জন্ম ১৭ জুলাই, ১৯৫১, ঢাকা। বাবা মরহুম ফজলুল হক, মা মরহুমা সামসুন্নাহার হক। ঢাকা ইউনির্ভাসিটি থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স করে। ১৯৭২ সালে বাংলাদেশ এয়ার ফোর্সে প্রথম। জিডি পাইলট ব্যাচে যােগদান করেন। পারিবারিক কারনে এয়ার ফোর্স ছেড়ে দিয়ে। রাশিয়া চলে যান। সেখানে অ্যারােফ্লোটে হেলিকপ্টার পাইলট হিসেবে কাজ করতেন। ১৯৮০ সালে চলে আসেন জার্মানীতে। এখানে। কমপিউটার সাইন্সে পড়াশুনা করে কাজ করছেন জার্মানীর এক নামকরা ব্যাংকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। বর্তমানে স্ত্রী ওলগা, ছেলে পাভেল, পুত্র বধু লেনা আর একমাত্র নাতনী ভিক্টোরিয়াকে নিয়ে জার্মানীর ডুসেলড্রফ শহরে বসবাস করছেন।