বাংলাদেশের সম্ভাবনাময় খাতের মধ্যে ই-কমার্স অন্যতম। প্রতিনিয়ত এই খাতে প্রচুর উদ্যোগের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে অনলাইন ব্যবসায়ের দিকে ঝুঁকছে বর্তমান প্রজন্ম। এদের মধ্যে অনেকে ভালো করছে এবং অনেকে কিছু পথ না যেতেই ঝরে পড়ছে। উদ্যোগ এবং উদ্যোক্তাদের মুখ থুবড়ে পড়তে হচ্ছে ভীষণভাবে। এতে করে তরুণ এই উদ্যোক্তারা যেমন আগ্রহ হারিয়ে ফেলছে ঠিক পাশাপাশি দেশের ই-কমার্স খাতেরও বেশ ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে। ঝরে পড়ার অন্যতম কারণ, এদের মধ্যে অনেকেই সঠিক দিকনির্দেশনার অভাবে কোনো প্রকার ধারণা না নিয়ে তড়িহড়ি করেই নেমে পড়ছেন অনলাইন ব্যবসায়। অনেকে ঘরে বসেই সব করা যায় এই ভেবে আবেগের বসে সিদ্ধান্ত নিয়ে ফেলছে এবং অনেকে কিন্তু ইচ্ছা করলেও সঠিক দিকনির্দেশনা পাচ্ছে না। ই-কমার্স খাতের সকল উদ্যোক্তাদের জন্য সঠিক এবং সকল দিকনির্দেশনাই থাকছে এই বইয়ে। ই-কমার্সের আদ্যোপান্ত সব বিষয় উঠে এসেছে। এবং কি ই-কমার্সের খুঁটিনাটি বিষয়গুলোও লেখক গুরত্বের সাথে তুলে ধরেছেন। বিষয়কে সহজে উপস্থাপনের জন্য লেখকের গল্পের আশ্রয় নেয়াটা প্রশংসার দাবি রাখে। এই বই পড়লে ই-কমার্স খাতের সকল উদ্যোক্তারা নিঃসন্দেহে তাদের সঠিক পথ এবং উপায় খুঁজে পাবে। কৌশলগুলো আয়ত্ব করতে পারবে। যারা ই-কমার্সে আসতে চান, কিন্তু ভয়ে শুরু করতে পারছেন না; তাদেরও এই বই পড়া বাধ্যতামূলক বলতেই পারি। দেশের এই সম্ভাবনাময় খাত নিয়ে এর আগে তেমন কোনো বই লেখা হয়নি। মাথা তুলে দাঁড়ানো এই খাতের উদ্যোক্তাদের জন্য সঠিক দিকনির্দেশনা মূলক একটি বইয়ের খুব দরকার ছিল। অল্প বয়সেই মাসুদ আনসারী বইটি লিখেছে, অনেকটা বিস্ময়কর! তার এই বই দেশিয় ই-কমার্স খাতের জন্য একটি গুরত্বপূর্ণ সংযোজন