মানবমনের নানা টানাপড়েন, দ্বন্দ্ব-সংঘাত, শঙ্কা-সংশয়, আশা-নিরাশা আর পরিবর্তিত পরিস্থিতি নিয়ে সাইফুল বাতেন টিটোর গল্পের প্রথম বই ‘ক্লিনিক্যাল লায়ার’, ১০টি গল্পের একটি সংকলন। গল্পগুলাে মনস্তাত্ত্বিক, প্রাকৃতিক, পারিবারিক-সামাজিক, রাষ্ট্রিক বা রাষ্ট্রনৈতিক চিত্র নিয়ে আমাদের সামনে উপস্থিত। নিজের অজান্তেই মানুষ কীভাবে নিজের শত্রু হয়ে যায়, তার একটি মনস্তাত্ত্বিক চিত্র আমরা পাই ‘ক্লিনিক্যাল লায়ার’ গল্পে। ‘সার্টিফিকেট’ গল্পে গল্পকার তুলে এনেছেন মুক্তিযুদ্ধে এক নারীর ভূমিকা ও মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে সামাজিক বাস্তবতার চিত্র। ‘জুতা চোর’, ‘নাইট পাস’, ‘ছােবল’, ‘সার্ভেন্ট টয়লেট' সমসময়ের জটিল জীবনবাস্তবতার বিচিত্র রূপকে গল্পকার মূর্ত করেছেন অসাধারণ দক্ষতার সঙ্গে। ‘প্রকৃতির খামখেয়ালি’ গল্পে প্রাকৃতিক পরিবর্তনের দেখা মেলে, যেখানে মানুষের দৈহিক পরিবর্তনের মতাে ঘটনার মুখােমুখি হই আমরা। ‘আঁধার দিনের কথা কিংবা যাত্রী’ গল্পে উঠে এসেছে মানবমনের চাওয়া-পাওয়ার চিত্র। ‘দ্য ডিরেক্টর’ গল্পে রাজনৈতিক চিত্রের পাশাপাশি চলচ্চিত্রশিল্পের অন্দরমহলের চিত্রও নিপুণ দক্ষতায় গল্পকার তুলে এনেছেন। গল্প ১০টি গল্পকারের নিজের শক্তি আর স্বকীয়তার মহিমায় উজ্জ্বল।