বাংলায় লেখা বিজ্ঞান বইয়ের উপর বাঙালি পাঠকদের একটি পুরনাে অভিযােগ রয়েছে। সেটা হল—বিজ্ঞান নাকি এমনিতেই দুর্বোধ্য, তার ওপর রয়েছে লেখক বা অনুবাদকদের ভাষাগত মারপ্যাঁচ। দুইয়ে মিলে বাঙালি পাঠকদের জন্য নাকি বিজ্ঞান বােঝাটা দায় হয়ে পড়ে। আসলে বিজ্ঞান বােঝাটা মােটেও কঠিন কিছু নয় যদি সেটাকে সঠিক ও সহজভাবে উপস্থাপন করা যায়। দেখা গেছে, কেউ কেউ বিজ্ঞানে এতটাই পণ্ডিত যে, অধুনা বিজ্ঞানের সকল খবর সম্পর্কেই তারা ওয়াকিবহাল। অপরদিকে তাদের কারও কারও অনেক প্রতিবেশি কর্তা সাহেবগণ এটাও জানেন না যে—পৃথিবীটা থালার মতাে চ্যাপ্টা নয়, বরং কমলালেবুর মতােই গােলাকার। জ্ঞানের এমন বৈষম্যের খানিকটা দায়ভার কিন্তু আসলে ঘুরেফিরে বাঙালি বিজ্ঞান লেখকদের উপরই এসে বর্তায়। বিজ্ঞানকে তাই সহজভাবে উপস্থাপন করে সবার কাছে পৌছে দেবার লক্ষ্যেই লেখকের এ ক্ষুদ্র প্রয়াস। এ গ্রন্থখানি বিগ-ব্যাং থেকে আজ পর্যন্ত যা যা ঘটেছে—তার সহজ একটি বৈজ্ঞানিক চিত্র সবার নিকট ফুটিয়ে তুলতে সক্ষম হবে। পাঠকগণ বইটি পড়তে পড়তে যতই সামনের দিকে এগিয়ে যাবেন, ততই বিষয়গুলাে ক্রমশ সহজতর হয়ে উঠবে এবং সবশেষে মহাবিশ্ব সম্পর্কে একটি পরিষ্কার রূপরেখা স্পষ্ট ধারণা লাভ করবেন।
Title
বিগ-ব্যাং থেকে আজকের পৃথিবী চৌদ্দশত কোটি বছরের সহজ ও সংক্ষিপ্ত ইতিহাস