"রিপোর্টার থেকে সম্পাদক" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ প্রতিদিন অনেক সংবাদ নিয়ে এক একটি সংবাদপত্র বাজারে আসে। পাঠকরা নিজেদের পছন্দমতাে সংবাদপত্র পাঠ করে থাকেন। সংবাদপত্রে সংবাদ লেখেন সাংবাদিকরা। এই সাংবাদিকদেরও নিজস্ব একটি ভুবন আছে। উত্থান আছে, পতন আছে। আর প্রতিটি সংবাদপত্রেরও আছে একটি ইতিহাস, ঐতিহ্য। সংবাদপত্র প্রকাশের পেছনেও থাকে কোনাে না কোনাে উদ্দেশ্য। বিভিন্ন সংবাদপত্রে যে খবর ছাপা হয় তাও যে আবার সব পূর্ণাঙ্গ এমন নয়। নেপথ্যও অনেক খবর থাকে যা ছাপা হয় না বা সব ছাপা সম্ভবও নয়। এটিই সংবাদপত্রের রীতি। এই গ্রন্থের লেখক একজন রিপাের্টার হিসেবে পেশাজীবন শুরু করে সফল সম্পাদক হিসেবে সুখ্যাতি অর্জন করেছেন। দেশের সর্বাধিক প্রচারিত 'দৈনিক বাংলাদেশ প্রতিদিনের' তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তার আমলেই পত্রিকাটি প্রচার সংখ্যার শীর্ষে পৌছায়। আর 'দৈনিক যুগান্তর' প্রতিষ্ঠার নেপথ্য কারিগর হিসাবে কাজ করেছেন। আরও কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন, এখনও করছেন। সংবাদপত্র ও সাংবাদিকতা নিয়ে যারা পড়ছেন, পড়বেন এবং গবেষণা করছেন তাদের জন্য এই গ্রন্থটি কাজে আসতে পারে। কেননা এতে রয়েছে দেশের দু’টি জনপ্রিয় দৈনিক পত্রিকার প্রকাশের পূর্ণাঙ্গ ইতিহাস। এছাড়া কোন কোন মালিক পক্ষের ধ্যান-ধারণা, আদেশ-নির্দেশ নিয়েও কথা আছে। রয়েছে খবরের পেছনের কিছু খবর। রিপাের্টার থাকাকালে দেশের রাজনৈতিক মােড় ঘুরিয়ে দেয়ার মতাে কিছু রিপাের্ট এবং সাক্ষাৎকার।