"কবিতার নীড়ে আলাের বীজ" বইয়ের ফ্ল্যাপ থেকে নেওয়া ‘কবিতার নীড়ে আলাের বীজ’ কামরুন নাহার শিল্পীর প্রথম কবিতার বই। বই আকারে প্রথম প্রকাশিত হলেও কবিতাগুলাের আত্মপ্রকাশ ঘটেছে আগেই পত্রিকার পাতায় ও ফেসবুকে। তাই এ বইয়ের কবিতাগুলাে অসংখ্য গুণগ্রাহীর ভালােবাসায় সিক্ত হয়েছে বলা যায় নির্দ্বিধায় । বাস্তবিকই কামরুন নাহার শিল্পীর কবিতাগুলােতে এক ধরনের সম্মােহন আছে । আকারে ছােট কিন্তু অন্তর্নিহিত বক্তব্যে তাঁর প্রতিটি কবিতা পাঠককে ভাবাতে বাধ্য করে। ভাবায়, তবে বিরক্তিতে নিমজ্জিত করে না । কবি হয়তাে কবিতায় যথাযথ ব্যাকরণ মেনে তাঁর চিন্তার বিস্তার ঘটাননি। কিন্তু কবিতাগুলােতে তার মানবিক বােধজনিত চেতনার গভীর দ্যোতনা ব্যঞ্জিত হয়েছে । কামরুন নাহার শিল্পী বর্তমান সময়ের নাগরিক কবি । নগরজীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা-সুখ-দুঃখ, আশা-নিরাশা, চাওয়া-পাওয়া ইত্যাদি-দ্বারা প্রভাবিত। তাঁর জীবনাভিজ্ঞতায় প্রভাব ফেলেছে জাতিক-আন্তর্জাতিক পর্যায়ের মানবিকতার বিপর্যয়। তিনি এ সবই তাঁর কবিতায় তুলে ধরেছেন । মানুষের বিবেককে জাগিয়ে তুলতে চেয়েছেন। প্রতিটি স্বদেশপ্রেমী বাংলাদেশীর মতাে তাঁর কবিতায় উঠে এসেছে আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গ। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিস্মরণীয় অবদান-গাথা । কামরুন নাহার শিল্পী প্রচণ্ড আশাবাদী কবি । আমাদের চারপাশে কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত ঘটনাবলির নৈশ্যবাত্যার মধ্য তিনি আশার পদধ্বনি শুনতে পেয়েছেন। তাই তাঁর কবিতায় তিনি অন্ধকার দূর করার জন্য অনন্য আলাের বীজ বুনেছেন । “কবিতার নীড়ে আলাের বীজ” সত্যিই এসময়ের এক উজ্জ্বল প্রতিনিধি। আমি তার বইয়ের সাফল্য কামনা করি। -মিলন রায়