"শেষ স্পর্শ" বইয়ের ফ্ল্যাপের লেখা: ভবঘুরে জামাল। দরিদ্র হলেও বেশ সৌখিন। মাথায় সাহেবি টুপি, কালাে শার্টের সাথে লাল টকটকে প্যান্ট পরে থাকে। হাতে রুপার ঘড়ি। পকেটও খালি থাকে না। আরজুর বয়স বিশ কি একুশ হবে। না হলুদ লাল তেমনি রঙ্গের শাড়িতে যাচ্ছিল। যেন একটা অচিন পাখি পাখা মেলে এখানে সেখানে ছুটছে। সে রূপ জামালকে অভিভূত করল। আরেক ভবঘুরে ছেলে মিলন বলতে গেলে জামালের চেলা। মিলন অবাক হয়ে শুধু জামালের কাণ্ড দেখে। লাইলী এদিকে বড় হয়েছে। তার সারা দেহে কানায় কানায় যৌবন ভরে রয়েছে। যেন ফুটন্ত গােলাপ। আরেক আমুদে মানুষ ফারুক সাহেব। সব ব্যবসা বাণিজ্য ফেলে লাইলীর পিছনে ঘুরছে। লাইলীর পেটে সন্তান এলে তার দায়িত্ব কে নিবে? এদিকে সেলিমের বয়স যখন চৌদ্দ বছর তখন এক ভয়ংকর জোছনা রাতে মাতাল হয়ে বাড়ি ফিরে। ধীরে ধীরে ভয়ংকর খুনি হয়ে উঠে। শহর, গ্রাম, সব কিছুই তার। জন্য বিপদ। সে এক গভীর জঙ্গলে কাঠুরের বাসায়, এক বুক বিশ্বাস নিয়ে কড়া নাড়লাে। পিনক কুইন এর লর্ড ফ্রান্সের সবচেয়ে ধনী পরিবার মধ্যে একটি। খুব শান্ত স্বভাবের মানুষ। আজ শান্ত থাকতে পারছে না। মধ্য রাতে তারেক ব্রাউন ফোন করে তাকে বলেছেন, জাহাজের ঘটনাটি তার প্লানিং কিনা। জাহাজটাতে প্রফেসর কে হ্যানসন আছেন। নভেল প্রাইজ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান। একুশ বছরের কন্যা ইলেন। সে এক অনিন্দ সুন্দরী যেন স্বর্গের সুষমা। ইলেন হটাত সেলিমের সামনে নিলাভ রঙের একটি বারােক মুক্তো ছুড়ে দিলাে...।
নিশো আল মামুন ১৯৮৬ সালে জামালপুর, বকশিগঞ্জে জন্মগ্রহন করেন। বাবা মোঃ শাহজামাল (যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, ১১নং সেক্টর) এবং মা সুলতানা রাজিয়া। তিনি বাবা-মায়ের কনিষ্ঠ পুত্র। স্ট্র্যাটিজিক ম্যানেজমেন্ট বিষয়ে যুক্তরাজ্য থেকে পোস্ট গ্রাজুয়েট সম্পন্ন করেছেন।কলেজ জীবন থেকেই মেতে উঠেন গ্রুপ থিয়েটার নিয়ে। অমিমাংসীত সমাপ্তি (প্রকাশকাল ২০১২ সাল) উপন্যাসের মধ্য দিয়ে তার সাহিত্যজগতে আত্মপ্রকাশ।তিনি ২০১৬ সালে আমরা কুঁড়ি (জাতীয় শিশু-কিশোর সংগঠন) সহিত্য সম্মাননা লাভ করেন এবং ২০১৯ সালে পচ্চিমবঙ্গের ‘বাংলা মৈত্রী লেখক সংসদ সাহিত্য সম্মাননা’ লাভ করেন। নিশো আল মামুন এর প্রকাশিত উল্লেখ যোগ্য গ্রন্থের মাঝে রয়েছে অমিমাংসীত সমাপ্তি, ভোরের ঝরা ফুল,জ্যোৎস্নার বিয়ে, নিখিলের নায়ক, বসন্ত দুপুরের নীলাকাশ, গৃহত্যাগী জোছনা, নীল আকাশের নীচে, কছে দূরে,শেষ স্পর্শ, সুখের গহিনে শোক,নীল সপ্ন,জোছনায় ফুল ফুটেছে, মানুষছবি ।