‘একষট্টি পেরিয়ে গেছে কি-ই বা আসে যায় তাতে, এক চুমুতেই ফিরে যেতে পারি একুশে’- উত্তর ষাটে এসে দ্রোহ আর প্রেমের এমন বলিষ্ঠ এবং দৃপ্ত উচ্চারণ সচরাচর খুব কমই শ্রুত হয়। কিন্তু সেটিই করে ফেলেছেন কবি মোশতাক আহমেদ। একটা নির্দিষ্ট বয়সে এসে অনেকেই যখন প্রচলিত ব্যবস্থাপনার কাছে নিজেকে সঁপে দিয়ে জীবনের জাল গোটাতে ব্যস্ত হয়ে পড়েন, ঠিক সেই বয়সেই মোশতাক আহমেদ ডাক দিচ্ছেন নতুন করে ‘নাও ভাসাবার’। চারিদিকে অন্যায় অনাচার দেখে দেখে অনেকেই যখন হতাশার চাদর দিয়ে নিজেকে মুড়িয়ে নিচ্ছেন, ঠিক তখনই কবি পঁচে যাওয়া সময়ের মাটিতে দাঁড়িয়ে দৃপপ্ত কন্ঠে আশাবাদ ব্যক্ত করেছেন। ‘পঁচা মাটিতেই জানি নতুন ফসল ফলে’- সৃষ্টির ক্ষেত্রে সময় আর বয়স যে কোন বাধা নয় সেটিই দেখিয়ে দিয়েছেন মোশতাক আহমেদ তাঁর লেখায়। ছয় দশকের দেখা পৃথিবী, মানুষ-মনুষ্যত্ব, প্রেম-বিরহ, স্বপ্ন-আকাঙ্খা আর অতৃপ্ত বাসনাকে নির্মোহ সত্যের ছাকুনিতে ছেঁকে নির্যাসটুকু নিতে চেয়েছেন তিনি। হয়তোবা একারণেই তাঁর কবিতায় নির্জলা সত্যের প্রতিবিম্ব যেন উঁকি-ঝুকি মারে। সত্যকে সত্য আর কালোকে কালো বলার এমন কাব্যিক ব্যঞ্জনা খুব কম ক্ষেত্রেই দেখা যায়। কবি মোশতাক আহমেদ সত্তুরের দশকের প্রগতিশীল রাজনীতির তেজস্বী কর্মী যিনি সমাজের আলো-অন্ধকারের জরাজীর্ণতার জঞ্জাল ছিন্ন করে বিবেকের কাঠগড়ায় নিজেকে দাঁড় করান প্রতিনিয়ত অন্য আলোর কাব্যিক ভাবনায়। সাবলীলতা, সৃষ্টিশীল জীবনবোধ, সুস্থ রাজনীতির বিকাশ, ভালোবাসার মোহন মায়া আর মানবিক মূল্যবোধকে খুঁজে ফেরা একজন নিবিষ্ট ফেরারি তিনি। তিনি জীবিকার প্রয়োজনে ঘুরে বেড়িয়েছেন পৃথিবীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। সর্বশেষ জাতিসংঘের পলিটিক্যাল অ্যাফেয়ার্স অফিসার হিসেবে আফগানিন্তানে দীর্ঘদিন কর্মরত ছিলেন। নিয়মের ছকে বাঁধা চাকুরী জীবন থেকে সম্প্রতি অবসর নিয়েছেন। কৈশোর থেকেই লেখার দিকে ঝোঁক থাকলেও তেমন একটা লেখা হয়ে ওঠেনি। অবসরে যাওয়ার প্রাক্কালে শুরু করলেন লেখালেখি। কবির জন্ম নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে। শৈশব কেটেছে কংশ পাড়ের মেঠো পথে জাম, বরুন আর হিজলের ছায়ায় হেঁটে হেঁটে। ‘ভাসাও ভেলা এইবেলা’ কবির প্রথম কাব্যগ্রন্থ।
বিবেকের কাঠগড়ায় নিজেকে দাঁড় করা প্রতিনিয়ত অন্য আলোর কাব্যিক ভাবনায় । সাবলীলতা , সৃষ্টিশীল জীবনবোধ ,সুস্হ রাজনীতির বিকাশ ,ভালবাসার মোহন মায়া আর মানবিক মূল্যবোধকে খুঁজে ফেরা এতজন নিবিষ্ট ফেরারি কবি তিনি ।কবি মোশতাক আহমেদ জীবিকার প্রয়োজনে ঘুরে বেড়িয়েছেন পৃথিবীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে । সর্বশেষ জাতিসংঘের পলিটিক্যাল অ্যাফেয়ার্স্ অফিসার হিসেবে আফগানিস্থানে দীর্ঘদিন কর্ম্রত ছিলেন । নিয়মের ছকে বাঁধা চাকুরী জীবন থেকে সম্প্রতি অবসর নিয়েছেন । কৈশোর থেকেই লেখার দিকে ঝোঁক থাকলেও তেমন একটা লেখা হয়ে ওঠেনি । অবসরে যাওয়ার প্রাক্কালে শুরু করলেন লেখালেখি ।কবির জন্ম নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে ।শৈশব কেটেছে কংশ পারে মেঠো পথে জাম ,বরুন আর হিজলের ছায়ায় হেঁটে হেঁটে । ‘ভাসাও ভেলা এই ভেলা ’ কবির প্রথম কাব্যগ্রন্হ ।