"বাংলাদেশের জেলা উপজেলা ও নদ-নদীর নামকরণের ইতিহাস" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা ও নদ-নদীর নামকরণের ইতিবৃত্ত, স্থানসমূহের সংক্ষিপ্ত ইতিহাস, এলাকার বিখ্যাত ব্যক্তিবর্গের পরিচিতি এবং প্রসিদ্ধ স্থানসমূহের বিবরণ হালনাগাদ প্রাসঙ্গিক তথ্য-সহ একই পুস্তকের একই মলাটে পেতে চাইলে খ্যাতিমান ইতিহাসবেত্তা ড. মােহাম্মদ আমীনের লেখা ‘বাংলাদেশের জেলা উপজেলা ও নদ-নদীর নামকরণের ইতিহাস’ পুস্তকটি সংগ্রহ করা ছাড়া কোনাে গত্যন্তর নেই। কারণ বাংলাদেশে এমন পূর্ণাঙ্গ বিবরণ সংবলিত কোনাে পুস্তক ইতঃপূর্বে প্রকাশিত হয়নি। উল্লেখ্য, একই লেখকের অন্য একটি বই ২০১২ খ্রিষ্টাব্দে ‘জেলা উপজেলা ও নদ-নদীর নামকরণের ইতিহাস' নামে অন্য একটি প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছিল। তবে বইটি ছিল অসম্পূর্ণ এবং নদ-নদীর নামকরণ অংশে কেবল কয়েকটি নদীর বিবরণ ছিল। অধিকন্তু, ইতােমধ্যে বাংলাদেশে নতুন একটি বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া উপজেলার সংখ্যা বৃদ্ধি এবং জনসংখ্যার পরিবর্তন হওয়ায় হালনাগাদ পরিবর্তন আবশ্যক হয়ে পড়ে। এই অবস্থায় বাংলাদেশের জেলা, উপজেলা, নদ-নদী, বিখ্যাত ব্যক্তির পরিচিতি, প্রসিদ্ধ স্থানসমূহের বিবরণ, জনসংখ্যা এবং প্রাসঙ্গিক যাবতীয় হালনাগাদ তথ্য সন্নিবেশিত করে বইটি প্রকাশ করা হলাে।
শুদ্ধ বানান চর্চা (শুবাচ)-এর প্রতিষ্ঠাতা । ড. মােহাম্মদ আমীন ১৯৬৩ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর। চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার চন্দনাইশ গ্রামে। জন্মগ্রহণ করেন। পিতার নাম নুরুল ইসলাম, মাতার নাম সকিনা বেগম। পিতামহ মৌলানা গােলাম শরীফ বড়াে হুজুর নামে খ্যাত। বাড়ির পাশে অবস্থিত। দক্ষিণ গাছবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ড. মােহাম্মদ আমীনের আনুষ্ঠানিক অধ্যয়নের সূচনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগে। বিএসসি (অনার্স) ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। | আমেরিকা থেকে অর্জন করেন পিএইচডি ডিগ্রি। বাংলা বানান গবেষণায় তিনি অন্যতম একজন খ্যাতিমান ব্যক্তিত্ব। বাংলা ব্যাকরণ, বাংলা বানান ও বাংলা ভাষা নিয়ে এ পর্যন্ত রচিত তাঁর গ্রন্থের সংখ্যা। ত্রিশ । উপন্যাস, রম্যরচনা, ছােটোগল্প, প্রবন্ধ, রূপকথা, শিশুতােষ সাহিত্য, সাইন্স ফিকশন, জীবনী, ইতিহাস, আইন, বাংলা বানান, গবেষণা প্রভৃতি তার লেখালেখির ক্ষেত্র। নানা বিষয়ে তাঁর লেখা। গ্রন্থসংখ্যা ১৪০। লেখালেখির স্বীকৃতিস্বরূপ তিনি। একাধিক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। লেখালেখি ছাড়াও তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলা বানান বিষয়ে শিক্ষাদান করে থাকেন। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব অটোয়া, অন্টারিও, কানাডায় ভাষাবিজ্ঞান বিভাগের ভিজিটিং প্রফেসর হিসেবেও দায়িত্বরত আছেন।