“তালপাতার অক্ষর” বই এর ফ্ল্যাপ: শরতের গোধূলি পূর্ব লগনে কুহেলিকারা যখন হাজার রঙের পসরা সাজিয়ে রক্তিম রবিকে বিদায় জানাতে পশ্চিমাকাশে অস্তরাগের আগুন লাগিয়ে দেয় তখন তার রস রূপ আস্বাদনের ক্ষমতা অনেকের থাকলেও তাকে শব্দের গাঁথুনি দ্বারা উপস্থাপন করে পাঠক হৃদয়ে নাড়া দেওয়ার ক্ষমতাসম্পন্ন মানুষের সংখ্যা খুবই নগণ্য। যারা এই ক্ষমতা লব্ধ করেছেন তারা অবশ্যই বরেণ্য। এই অনন্য প্রতিভার অধিকারী হয়ে স্বীয় সংস্কৃতিকে তাঁরা ধন্য করে থাকেন। বাংলা সাহিত্যের এই বিশেষ ব্যক্তিদের মধ্যে যারা ইতােমধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মহান আল্লাহ তাদের হেফাজত করুন। আর যারা এখনো তাদের লেখনি দ্বারা বাংলা ভাষা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করে যাচ্ছেন। নির্মল প্ৰাণবায়ু অনন্ত আয়ুতেও যেন তাদের পসারন্ধে অক্লান্তভাবে প্রবাহিত হয়ে স্নায়ুতন্ত্র অফুরন্তকাল প্রাণবন্ত রাখে। তাদের পথে পা বাড়ানোটা ধৃষ্টতা হলেও পাঠককুল। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা রাখছি।