“ওমর খৈয়ামের রুবাইয়াত" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ ওমর খৈয়ামের নামে পাঁচ হাজার রুবাইয়াত প্রচলিত আছে। আমরা কমপক্ষে দেড় হাজার রুবাইয়াতের সঙ্গে পরিচিত। এর মধ্যে ৪৪০টি রুবাই খাটি খৈয়ামী বলে ড. এফ রােজেন (১৯২৮ খ্রি:) বলেছেন, যদিও ১৯৩৫ সালে ড. সাদেক হেদায়েত মাত্র ১৪৩টি রুবাইকে প্রকৃত খৈয়ামী বলে সীলমােহর সেঁটে দিয়েছেন। ১৯৪২ সালে ইরান সরকার তা বাড়িয়ে ১৭৮টি করেছেন ড. ফারুগীর মারফত। কোন রুবাইটি কবে রচিত হয়েছে তা সঠিকভাবে নিরূপণ করা যায় নি। এমনও হতে পারে যে অত্র অনুবাদগ্রন্থে রুবাইয়ের যে ক্রমিক দেয়া আছে তা সঠিক না হবার সম্ভাবনাই বেশি। কারণ বিভিন্ন উৎস হতে এ সকল রুবাই সংগৃহীত হয়েছে। পূর্বে রচিত রুবাই পরে সন্নিবেশিত হয়েছে-এ আশঙ্কা অমূলক নহে। এ অনুবাদ গ্রন্থে সকল রুবাই-ই যে ওমর খৈয়াম কর্তৃক রচিতএমন নিশ্চয়তা নেই। এমন অনেক রুবাই আছে, যেগুলােতে সন্দেহবাদীতার ইংগিত রয়েছে। জড়বাদীগণ ঐ সকল রুবাইয়ের রচয়িতা হিসেবে খৈয়ামকে দেখানাের চেষ্টা করেছেন। যাহােক, যে সকল রুবাইয়ের ক্রমিক নম্বরে তারকা চিহ্ন (*) রয়েছে সে সকল রুবাই খৈয়ামের রচিত নাও হতে পারে বলে সাদিক হেদায়েতসহ আরও অনেকেই যথেষ্ট সন্দেহ পােষণ করেছেন।