আচম্বিতেই দুই দুঃসাহসী বাঙালি কিশোর নেপাল সীমান্তে গিয়ে জড়িয়ে পড়ল রহস্যজালে। একটি রহস্যময় মূর্তি নিয়ে ঘটে গেল ধুন্ধুমার কাণ্ড। এক রহস্যের জট খুলতে না খুলতেই পেছনে এসে জমাট বাঁধতে শুরু করল নতুন রহস্যের ঘন ছায়া। আর রহস্যভেদের দুর্দমনীয় নেশায় বাংলাদেশের ঢাকা থেকে যাত্রা করা দুই কিশোর ভারত-নেপালের আনাচে-কানাচে চালাতে লাগল দুঃসাহসী অভিযান। শ্বাসরুদ্ধকর অভিযান চালাতে গিয়ে কলকাতা-শিলিগুড়ি-গালগালিয়া-কাঁকড়ভিটা-কাঠমান্ডু-নেপালগঞ্জ কোথায় গেল না তারা! আন্তর্জাতিক অপরাধীচক্র থেকে কাঠমান্ডুর বোম্বেটেরা পর্যন্ত জড়িয়ে পড়ল ঘটনার সাথে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে ঘটতে লাগল শ্বাসরুদ্ধকর সব ঘটনা। পার্বত্যরাজ্য নেপালের পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দুর্লঙ্ঘ পর্বতমালা, এমনকি তরাইয়ের সমতলেও চলতে লাগল মরণপণ অভিযান। এরই মধ্যে খুন হয়ে গেল একজন লোক। ঘনীভূত হয়ে উঠল রহস্য। ঘটে চলল অনেক অবিশ্বাস্য ঘটনা। সেই রহস্যের আবর্তে খেই হারিয়ে ফেলতে ফেলতেও শেষ মুহূর্তে জ্বলে উঠল আশার আলো। পদে পদে বিপদের বাধা অতিক্রম করে হার না মানা বাঙালি কিশোরদেরই অবশেষে হলো জিত। তবে এটি গোয়েন্দা-অ্যাডভেঞ্চার কাহিনিই শুধু নয়, তার চেয়েও অনেক বেশি কিছু। মানুষে মানুষে বৈষম্য ও হতদরিদ্র মানুষের কঠিন জীবনসংগ্রামের অসাধারণ চিত্র নিখুঁতভাবে ফুটে উঠেছে এতে। বাড়তি পাওনা হিসেবে আছে নেপাল-হিমালয়ের প্রকৃতির একেবারে জীবন্ত বর্ণনা।
Khandokar Mahmudul Hasan খন্দকার মাহমুদুল হাসান। বাংলাদেশের প্রখ্যাত গবেষক ও শিশু-সাহিত্যিক। জন্ম ১৯৫৯ খ্রিস্টাব্দের ২৫ আগস্ট। তাঁর শতাধিক গ্ৰন্থ প্রকাশিত হয়েছে। ইতিহাস, প্রত্নতত্ত্ব, চলচ্চিত্র, সাহিত্য ও সাময়িকপত্র বিষয়ক তাঁর মূল্যবান গবেষণাগ্রন্থসমূহ ব্যাপকভাবে প্ৰশংসিত। ছোটদের জন্যে তাঁর লেখা গোয়েন্দাকাহিনি, অ্যাডভেঞ্চার গল্প, রহস্যোপন্যাস, শিকার কাহিনি, ভয়- ভূতের গল্প, বৈজ্ঞানিক কল্পকাহিনি, জীবনী, ইতিহাস ও বিজ্ঞান বিষয়ক গ্রন্থগুলো ঘরে ঘরে সমাদৃত। দুই বাংলার জনপ্রিয় এই সাহিত্যিক সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলাদেশের জাতীয় পর্যায়ে শিশুসাহিত্যের জন্য শীর্ষস্থানীয় সম্মাননা অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার (১৪০৮ ও ১৪১১ বঙ্গাব্দ) ও এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার -২০১৪ । পশ্চিমবঙ্গ থেকে গল্পের জন্যে পেয়েছেন টুকলু পুরস্কার (যতীন্দ্রমোহন রায় স্মৃতি পুরস্কার ২০১৪)। এছাড়াও পেয়েছেন বাংলাদেশ সাহিত্য সংঘ সম্মাননা-২০০৮, স্বভাবকবি গোবিন্দচন্দ্ৰ দাস সম্মাননা, গাজীপুর-২০০৯), রকি সাহিত্য পুরস্কার-২০১০, গবেষক আবদুল হক চৌধুরী স্মৃতি পুরস্কার, চট্টগ্রাম-২০১০; সম্মাননা-পেীর মেয়র ও প্যানেল মেয়র-২, বগুড়া-২০১২, সম্মাননা-এগারখান উন্নয়ন ফাউন্ডেশন, যশোর-২০১৬ । তিনি বাংলা একাডেমি, এশিয়াটিক সোসাইটি, ইতিহাস সমিতি ও ইতিহাস একাডেমির সদস্য।