"রগ সমাচার" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ ২০০৪ সাল থেকে প্রতি বছর কিছুদিনের জন্য আমি বাংলাদেশের রক্তনালী বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করি। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি এদেশে রক্তনালী রােগ (ভাস্কুলার ডিজিজ) ও বিভিন্ন পর্যায়ে এর চিকিৎসার সুযােগ সুবিধা সম্পর্কে সাধারণ মানুষ ও তৃণমূল পর্যায়ের চিকিৎসকদের মধ্যে ধারণা খুবই সীমিত। এর ফল এই যে, এদেশে রক্তনালীর রােগ ঠিকমত ও সময়মত সনাক্ত হয় না। এতে করে অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসার সহজ সুযােগগুলাে হাতছাড়া হয়ে যায়। খুব কম সংখ্যক রােগীই রােগ মারাত্মক আকার ধারণ করার আগে চিকিৎসার জন্য সঠিক চিকিৎসকের কাছে পৌছাতে পারে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যে কোন রােগের চিকিৎসায় সময় একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। রক্তনালী রােগের ক্ষেত্রে এ কথা আরাে বেশি সত্য। সময়মত চিকিৎসা না হলে চিকিৎসার ফলাফল আশানুরূপ হয় না। শুধু তাই নয়, অনেক সময় এজন্য অঙ্গহানী ও প্রাণহানীসহ চড়া মূল্য দিতে হয়। চিকিৎসার ব্যয়ও বেড়ে যায় বহুগুণ যার চাপ গিয়ে পড়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের উপর। আমি খুবই আনন্দিত ডাঃ বাশার রক্তনালীর সমস্যা নিয়ে ‘রগ সমাচার' নামের এই বইটি লিখেছে। এটি অত্যন্ত তথ্যবহুল ও সহজবােধ্য একটি বই। আমি নিশ্চিত এই বই সাধারণ মানুষ ও চিকিৎসকদের মধ্যে রক্তনালী রােগের ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি ডাঃ বাশারের এই উদ্যোগের সাফল্য কামনা করি। ডাঃ এম আবিদুর রহমান আমেরিকা প্রবাসী বিশিষ্ট মুক্তিযােদ্ধা ও ভাস্কুলার সার্জন কালামাজু, মিশিগান, আমেরিকা।