"পোস্টবক্স" বই সম্পর্কিত কিছু কথা: সামাজিক যােগাযােগ মাধ্যম ফেসবুকের শিল্প সাহিত্য চর্চার একটি ক্লোজড গ্রুপ। এর শুরুটা হয়েছিলাে পহেলা মার্চ ২০১৭। যাত্রা শুরুর এক মাসের মাথায় ১৪ এপ্রিল ২০১৭ পহেলা বৈশাখে গ্রুপটি তার প্রথম গল্প-কবিতার বৈশাখী সংকলন প্রকাশ করে। প্রকাশক ছিল ‘সুবর্ণ'। এবারের অমর একুশে বই মেলায় এটি গ্রুপটির বই আকারে তৃতীয় নিবেদন। কারণ ইতােমধ্যে বই মেলাতেই গ্রুপটির বাছাই করা ৫৯ জন নারী কবির কবিতা সংকলন 'তাহাদের শব্দপ্রপাত’ একই প্রকাশনীর উদ্যোগে আলাের মুখ দেখেছে। এই একুশে সংকলন বইটিতে স্থান পেয়েছে গ্রুপে নিয়মিত লিখিয়ে কিছু সদস্যের গল্প ও কবিতা। নয় হাজারের বেশি সদস্যদের গ্রুপের সকল সদস্যকে একই বইতে স্থান দেয়া সম্ভব নয় বিধায় আমাদের একটি বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের লেখা প্রকাশের উদ্যোগ নিতে হয়েছে। এই গ্রুপের ছবিপ্রেমী সদস্যদের তােলা ছবি ও কবিতা নিয়ে অন্য আরেকটি প্রকাশনীর উদ্যোগে একটি কফি টেবল বুকও প্রকাশ হয়েছে এবারের বই মেলায়। পাশাপাশি ফ্যাশন হাউজ ‘অঞ্জন’স পােস্টবক্সের ২২ জন কবির লেখা কবিতা দিয়ে শাড়ি, টি-শার্ট ও পাঞ্জাবি বাজারে এনেছে এই ফেব্রুয়ারিতেই। পােস্টবক্স-অঞ্জনসের যৌথ প্রচেষ্টায় আয়ােজিত এই উদ্যোগের নাম ‘পােশাকে কবিতা’। এছাড়া পুরাে বছর জুড়েই পােস্টবক্স তার সদস্যদের লেখা গল্প, কবিতা নিজ উদ্যোগে জাতীয় দৈনিকের সাহিত্য পাতায় প্রকাশ করে থাকে। একই সঙ্গে সদস্যদের সন্তানদের আঁকা ছবিও জাতীয় দৈনিকদের ছােটদের বিশেষ পাতায় প্রকাশ করে গ্রুপটি। মনের খবর, নিজের খবর, মাথার ভেতরের ইচ্ছেগুলােকে ডাকবাক্সে ফেলবার দিনতাে সেই কবেই ফুরিয়েছে। ছােটবেলায় দেখা রাস্তার মােড়ে গাঁট হয়ে বসে থাকা লাল রঙা টিনের আজব বাক্সগুলাে এখন প্রায় বেকারই বলা চলে। তবুও সপ্তাহ শেষে ঠিকই ডাককর্মীরা এখনও উঁকি দেন বাক্সগুলাের ভেতরে। শূন্য বাক্স দেখে হতাশ হয়েই ফিরে যেতে হয় তাদের। কিন্তু পােস্ট করা কি থেমে রয়েছে?