কিছু স্মৃতি কিছু কথা একটি অনন্য গদ্যের বই ।বইটি তিনপর্বে বিন্যাস করা হয়েছে।প্রথম ‘স্মৃতিকথা’ পর্বে স্থান পেয়েছে লেফটেন্যান্ট জেনারেল মাহবুবর রহমানে (অব.) -এর শৈশব-কৈশোর,প্রিয় স্কুল,শ্রদ্ধেয় শিক্ষক,ভাষা আন্দোলন,ঢাকা কলেজে ভর্তি,আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে (বর্তমান বুয়েট) পড়াশোনা ও তাঁর সৈনিক জীবনের বিভিন্ন পর্বের স্মৃতিচারণ।দ্বিতীয় পর্ব ‘ব্যক্তি’তে আলোচিত হয়েছে একাধিক খ্যাতিমান ব্যক্তির জীবনালেখ্য।এ পর্বে তিনি লিখেছেন তাঁর মায়ের কথা,জ্ঞানতাপস অতীশ দীপঙ্কর,ড.এপিজে আবুল কালাম,প্রণব মুখার্জী,জেনারেল জিয়াউর রহমান,ড.মুহাম্মদ ইউনূস, কাজী জাফর আহমদ,সাইফুর রহমান,মেজর জেনারেল মাজিদ উল হক,অ্যাডমিরাল এম এ খানসহ একাধিক কীর্তিমান ব্যক্তির কথা।তৃতীয় ‘দেশ ও বিশ্ব’ পর্বে তিনি লিখেছেন স্বাধীনতার অগ্নিঝরা মাসে তাঁর ভাবনা,সেনাছাউনিতে বাঙালী পল্টনগুলো,একুশের চেতনায় উদ্ভাসিত হোক বাংলাদেশ,চীন-বাংলাদেশ সম্পর্ক ইত্যাদি বিষয়ে।এসব রচনায় দলীয় সংকীর্ণতা,ক্ষমতার রাজনীতিতে স্বার্থের উর্ধ্বে উঠে জাতীয় সমস্যা চিহ্নিতকরণ ও তার সমাধানের চেষ্টার প্রতি দৃষ্টিপাত করা হয়েছে।বইটিতে উঠে এসেছে সাম্প্রতিককালে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা,সমাজ রাজনীতির নানা বিশ্লেষণ।বর্তমান বইয়ের ভাষা,বর্ণনা,উপস্থাপনশৈলী অভিনব ও সুখপাঠ্য।বইটি পাঠকপ্রিয়তা পাবেে এই আমাদের আশা।