খুদে উদ্যোক্তাদের গল্পের বইটিতে ২৩জন প্রতিভাবান খুদে উদ্যোক্তার সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হয়েছে যাদের বয়স ৭ থেকে ২০ বছরের মধ্যে। বইটি পড়ে জানবে কীভাবে মাত্র ১১ বছর বয়সে, ষষ্ঠ শ্রেনিতে পড়া মিকাইলা উল্ম ১১ মিলিয়ন ডলারের ব্যবসায়িক চুক্তি করেছে কিংবা মাত্র ১০ বছরের আলিনা মোর্সের ব্যবসায়িক দক্ষতা তাঁকে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার অফিশিয়াল অতিথি হিসেবে পরপর দুইবার হোয়াইট হাউসে যাওয়ার সুভাগ্য কথা। আবার ব্রান্ডনকে তাঁর সহপাঠিরা উপহাস করতে করতে যখন মানসিকভাবে অনেক বিষন্ন করল এবং সে আত্মহত্যার চিন্তা করতে লাগল, সে অবস্থার সমস্যার সমাধানের মাধ্যমে সে কীভাবে মিলিয়ন ডলারের ব্যবসা সৃষ্টি করল সেটাও জানতে পারবে। প্রত্যেক খুদে উদ্যোক্তা এত অল্প বয়সে নিজেদের প্রতিভা, সৃজনশীলতা আর শ্রমকে কাজে লাগিয়ে সমস্যার সমাধান থেকে কীভাবে মিলিয়ন ডলারের ব্যবসা সৃষ্টি করেছে, তা গল্পগুলোতে তুলে ধরা হয়েছে। আরেকটা জিনিস লক্ষ করবে এই খুদে উদ্যোক্তারা নিজেদের ব্যবসার পাশাপাশি শুধু নিজেদের লেখাপড়াই চালিয়ে যায়নি, বরং অংশ নিচ্ছে বিভিন্ন সামাজিক ও মানবহিতকর কাজে। এখানে প্রত্যেক খুদে উদ্যোক্তার গল্প ও তাদের উপদেশগুলো আমাদের তরুণদেরসহ যেকোনো পাঠককে অনুপ্রাণিত করবে।