"বাংলা ভাষার ব্যাকরণ" বইটির সম্পর্কে কিছু কথা: বাংলা ভাষার একটি পূর্ণাঙ্গ ব্যাকরণ রচনার দীর্ঘদিনের ইচ্ছা, প্রস্তুতি ও প্রয়াসের ফল বাংলা ভাষার ব্যাকরণ বইটি। বাংলাদেশে জাতীয় ভাষা বাংলা এখন অনেক বেশি গুরুত্ব ও মর্যাদার অধিকারী। জীবনের বহুবিধ ক্ষেত্রে মাতৃভাষা ব্যবহারের প্রেক্ষিতে ব্যাকরণের জ্ঞানের আবশ্যকতা সম্পর্কে দ্বিমতের কোনও অবকাশ নেই। ভাষা নিয়ত গতিময়। যুগ বদলে যাচ্ছে। বদলে যাচ্ছে ভাষা প্রয়ােগের রীতিনীতি। ব্যাকরণে তারই প্রতিফলন ঘটে। বর্তমান ব্যাকরণ বইটি লেখার সময় নতুন চিন্তাভাবনা ও যুগােপযােগিতা বিবেচনা করা হয়েছে। ফলে এ বই থেকে ভাষার গতিপ্রকৃতি সম্পর্কে যথার্থ অবহিত হওয়া যাবে বলে মনে করি। ব্যাকরণ পাঠের গুরুত্ব এখন আমাদের শিক্ষা ব্যবস্থার সকল পর্যায়ে স্বীকৃত। বাংলা অনার্স ও মাস্টার্স ক্লাসে যেমন এর চর্চা হচ্ছে, তেমনি নিচের দিকের সকল স্তরেই এর পঠন-পাঠন গুরুত্ব পাচ্ছে। শুধু সাহিত্যের ছাত্রছাত্রীই নয়, সাধারণ শিক্ষার্থীর কাছেও তার প্রয়ােজনীয়তা রয়েছে। এসব দিক বিবেচনা করে বইটিতে সহজ সরলভাবে ব্যাকরণের বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়েছে। বিষয়ের উপস্থাপনা, বিশ্লেষণ ও পর্যাপ্ত উদাহরণ বক্তব্যকে সহজে গ্রহণযােগ্য করে তুলবে বলে আমাদের ধারণা।
প্রফেসর মাহবুবুল আলম বি. সি. এস. শিক্ষা (অব) সাবেক সম্পাদক, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড; এ ডি পি আই, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, উপাধ্যক্ষ, চট্টগ্রাম সরকারি বাণিজ্য কলেজ, চট্টগ্রাম; অধ্যক্ষ, ঝিনাইদহ সরকারি কে. সি. কলেজ, ঝিনাইদহ; উপ-পরিচালক, গণশিক্ষা কার্যক্রম, অধ্যাপক, বাংলা বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী; সরকারি তিতুমীর কলেজ, ঢাকা; ঢাকা কলেজ, ঢাকা; রাঙামাটি সরকারি কলেজ, রাঙামাটি; আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ; নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ বহু গ্রন্থ প্রণেতা।