"বংশবীজ" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ আপাতদৃষ্টিতে ‘বংশবীজ' একটি আত্মজৈবনিক উপন্যাস হলেও এর ব্যাপ্তি ও গভীরতা বহুমাত্রিক। এ উপন্যাস সিলেটের বর্ণময় নানান চরিত্রসম্পন্ন সম্রান্ত, পরিশীলিত এবং রুচিবান একটি বৃহৎ পরিবারের গল্প। আবার তা বিলেতে সিলেটবাসীদের ঐতিহাসিক ঐতিহ্যগত অভিবাসনের প্রেক্ষিতে উপযুক্ত পরিবারের নানান সদস্যদের বিভিন্ন সময়ে বিলেত যাত্রা ও প্রতিষ্ঠা লাভের আলেখ্যও। এবং এ গ্রন্থকে এও বলা যেতে পারে, এখন থেকে তিন দশক আগে বাংলাদেশের একজন নারীর দেশের বর্ণাঢ্য ও প্রতিষ্ঠিত পেশাজীবী জীবন ও লেখার জগৎকে পেছনে ফেলে বিলেতে নিজেকে প্রতিষ্ঠার উপাখ্যান। আর এই অভাবনীয় আলেখ্যের কেন্দ্রবিন্দুতে আছেন বাংলাভাষার এক কবি ও লেখকের বিলেতে মূলধারা ইংরেজি সাহিত্যে নিজেকে কবি ও লেখক হিসেবে প্রতিষ্ঠিত করার অদম্য স্পৃহা ও নিরন্তর প্রচেষ্টার ও সমান্তরালভাবে বাংলা সাহিত্যেও নিজের সৃষ্টিকে বেগবান রাখার গল্প। কবি ও লেখক শামীম আজাদ ঈর্ষণীয় কৌশলের সঙ্গে এরকম বহুমাত্রিকতাকে একটি অবিচ্ছিন্ন। কথনকাঠামাের মধ্যে সুগ্রথিত করেছেন। তাঁর নিজের ব্যক্তিগত এবং পারিবারিক গল্প এতে যেমন আছে, তেমনি আছে তার চোখে বিভিন্ন সময়ের সামাজিক অবস্থা, বাধা, সংগ্রামের ইতিহাস। এ লেখা তাই একাধারে উপন্যাস এবং তার পাশাপাশি ইতিহাস ও সমাজচিত্রণও বটে। এমন একটি অনন্যসাধারণ গ্রন্থের পাঠ দাবী করে সুগভীর অভিনিবেশ এবং সেটা প্রদত্ত হলেই সেই পাঠ হয়ে ওঠে অনাস্বাদিত সুখপাঠ।