সারসংক্ষেপ কুরআন, সুন্নাহ (সনদ ও মতন সহীহ হাদীস) ও Common sense (আকল, নুহা, সাফাহ, বিবেক, বোধশক্তি, কা-জ্ঞান, হুশ, Logic, Conscience, Reasoning, Justification, Instinct, Rationality) অনুযায়ী মু’মিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় তথা সবচেয়ে বড়ো সাওয়াবের কাজ হলো কুরআনের জ্ঞানার্জন করা এবং সবচেয়ে ক্ষতিকর বিষয় তথা সবচেয়ে বড়ো গুনাহ হলো কুরআনের জ্ঞান না থাকা। যে দুটি বিষয় কুরআনের সঠিক জ্ঞানার্জনের জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখে তা হলো- কুরআনের অর্থ ও ব্যাখ্যা (তাফসীর)। তাই, কুরআনের অর্থ ও ব্যাখ্যা জানা-বোঝার সহায়ক বিষয় কী কী, তা ইসলামের অপরিসীম গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং, এ বিষয়ে কুরআন ও সুন্নায় অবশ্যই তথ্য থাকবে এবং আছেও। অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয়, আল কুরআনের অর্থ ও ব্যাখ্যা জানা-বোঝার সহায়ক বিষয় সম্পর্কে বর্তমান মুসলিম সমাজে যে সকল কথা চালু আছে তা কুরআন, সুন্নাহ ও Common sense-এর তথ্য থেকে বহু দূরে। এর ফলস্বরূপ কুরআনের অনেক বিষয়ের সঠিক শিক্ষা থেকে বর্তমান মুসলিম সমাজ অন্ধকারে। মুসলিম উম্মাহর বর্তমান চরম অধঃপতন এবং বিশ্বের বর্তমান অশান্তির এটি একটি মূল কারণ। পুস্তিকাটিতে কুরআনের অনুবাদ ও ব্যাখ্যা জানা-বোঝার সহায়ক বিষয় সম্পর্কে কুরআন, সুন্নাহ (সনদ ও মতন সহীহ হাদীস) ও Common sense-এর তথ্য তুলে ধরা হয়েছে। আশাকরি উপস্থাপিত তথ্যগুলো জানার পর পাঠক সমাজ বর্তমানে কুরআনের অর্থ জানা-বোঝা কত সহজ তা অনায়াসে বুঝতে পারবেন। আর আরব ও অনারব মানুষেরা কুরআনের ব্যাখ্যা জানা-বোঝার অতীব সহজ উপায়টিরও সন্ধান পেয়ে যাবে, ইনশাআল্লাহ। এর সম্মিলিত ফল হবে মানবতার কল্যাণ। কারণ, কুরআন শুধু মুসলিম জাতির কল্যাণের কিতাব নয়; বরং বিশ্বমানবতার কল্যাণের কিতাব।
Title
গবেষণা সিরিজ - ৩৪ : কুরআনের অর্থ ও ব্যাখ্যা জানা-বোঝার সহায়ক বিষয় হিসেবে ব্যাকরণ, অনুবাদ, উদাহরণ, আকল ও সাধনার গুরুত্ব
অধ্যাপক ডাঃ মতিয়ার রহমান একজন কিডনী রোগ বিশেষজ্ঞ। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দি বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং কোরআন রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।