ভূমিকা ১৯৬৩ সালে অধ্যয়নের জন্য বিদেশে গিয়ে দেশ-বিদেশের কতগুলো অপূর্ব ছোটগল্পের সাথে আমার পরিচয় হয়। গল্পগুলো আমার অসম্বব ভাল লাগে। সেই সম্ভার থেকে কয়েকটি গল্প আমি ভাষান্তরিত করি। দেশে ফেরার পর তার কয়েকটি বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয়। মিসরের নোবেল বিজয়ী নাগিব মাহফুজ তখন নোবেল পাননি। তাঁর লেখা ’পাশার কন্যা’ গল্পটি উত্তরাধিকারে প্রকাশিত হয়েছিল প্রায় পনের বছর আগে। সেই থেকে গল্পগুলো গ্রন্থাকারে ছাপাবার চেষ্টা করে যাচ্ছি। এতদিন পরে সুযোগ হল আমার ভাললাগা অপূর্ব গল্পগুলো সবার সামনে তুলে ধরার জন্য। এর জন্য আজকাল প্রকাশনীর চিন্ময় পালকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। মিসর, পোল্যান্ড, যুগোস্লাভিয়া, হাঙ্গেরি, ফ্রান্স, ক্যামেরুন, আমেরিকা, চীন, ইত্যাদি দেশের বিখ্যাত ছোটগল্পকারদের জন্যও রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। তথ্যের অভাবে তাঁদের বিস্তারিত পরিচয় আমি তুলে ধরতে পারলাম না, সেজন্য আমি খুবই দুঃখিত। তবুও মনে করি বিশ্বসাহিত্যের পুষ্পিত অরণ্য থেকে অপূর্ব শ্রীমণ্ডিত নিটোল মুক্তাসম এই গল্পগুলো আমাদের সাহিত্য জগতকে সমৃদ্ধ করবে।