"পাথরের জাদুকর" বইটির প্রথম অংশের লেখাঃ ভেবেছ সব শেষ হয়ে গেছে? আমি হার স্বীকার করে পালিয়ে যাব? না! আমি কালাে জাদুকর মালভেল। আভানশিয়ার মানুষের বুকে ভয়ের বাসা বানাই। তাদের এখনাে আরাে অনেক কিছু দেখানাের আছে আমার, বিশেষ করে টম নামের ছেলেটাকে। এই নির্ভীক তরুণ আমার অভিশাপের জাল থেকে আভানশিয়ার ছয় দানবকে মুক্ত করেছে। কিন্তু তার লড়াই শেষ হতে এখনাে অনেক দেরি। দেখি সে কীভাবে নতুন অভিযানের মােকাবেলা করে, যে অভিযান তাকে এবং তার সঙ্গিনী এলেনাকে নির্ঘাত ধ্বংস করে ছাড়বে। আভানশিয়ার দানবগুলাের মন ভালাে ছিল, আমি সেগুলােকে নিজের খারাপ উদ্দেশ্য পূরণে দুষিত করেছি। টমকে ধন্যবাদ যে সেগুলাে আরেকবার রাজ্যেকে নিরাপত্তা দেয়ার জন্য মুক্ত রয়েছে। কিন্তু এবার আমি আভানশিয়ায় এমন ছয়টি দানব এনেছি যেগুলাের অন্তর শয়তানিতে ভরা এবং তা থেকে তারা মুক্ত হতেও পারবে না। দানব অক্টোপাস, ভয়াল বানর, পাথরের জাদুকর, সৰ্পৰ্মান, মাকড়সার রাজা আর তিনমাথার সিংহ। সবক'টা দানব আমার চুরি করা আভানশিয়ার মূল্যবান নিদর্শনগুলাের একেকটা অংশ পাহারা দিচ্ছে। একটা সােনালি বর্মের স্যুট, যেটা তার মনিবকে জাদুকরী শক্তি জোগায়। টমকে কিছুতেই সম্পূর্ণ বর্মের স্যুট সংগ্রহ করতে দেব না। আমাকে আবার পরাজিত করার সুযােগও দেব না। এবার সে জয়ী হতে পারবে না! মালভেল।