"টেলিভিশন সাংবাদিকতা: রিপোর্টিং পরিকল্পনা ও রিপোর্টার" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ সাম্প্রতিক সময়ে দর্শক আগ্রহ বিবেচনায় ইলেকট্রনিক মিডিয়া সংবাদ প্রচারে ঈর্ষণীয় সফলতার স্বাক্ষর রাখছে। এর চাকচিক্যময় গ্ল্যামারাস রূপ তরুণদের আকৃষ্ট করলেও দক্ষতার অভাবে শেষ পর্যন্ত এ পেশা থেকে ছিটকে পড়ছেন অনেকে। প্রতিনিয়ত ঝুঁকি আর নিরাপত্তাহীনতাকে সঙ্গী করে এ বিপদ সংকুল পথে টিকে থাকছেন কেবল প্রত্যয়ী ও প্রশিক্ষিত টিভি রিপাের্টাররা। রাজপথে বােমা বিস্ফোরণ, রাজনৈতিক সংঘাত, অগ্নিকান্ড, ভূমিকম্প, নৌ-দূর্ঘটনা থেকে শুরু করে যুদ্ধক্ষেত্র পর্যন্ত সর্বত্র ক্লান্তিহীন ছুটে চলতে হয় তাদের। শুধু তাই নয়, সংবাদ সংগ্রহের বিভিন্ন ধাপে নানা হুমকি ও চাপ মােকাবেলা করতে হয় প্রতিনিয়ত। এসব ভৌত-চাপ তাদের ভারাক্রান্ত করলেও ক্ষান্ত করে না। বরং পেশাদারিত্ব নিয়ে টিকে থাকতে নিত্য-নতুন কৌশল ও প্রযুক্তির সাথে নিজেদের মানিয়ে নেন। এরপরও খেই হারিয়ে ফেলেন কেউ কেউ। প্রতিযােগিতার এই দৌড়ে এগিয়ে যাবার ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় গতানুগতিক পাঠদান পদ্ধতি। মূলত প্রতিষ্ঠানিক তত্ত্বীয় শিক্ষার সাথে মাঠ পর্যায়ের কাজের বেশ গড়মিল চোখে পড়ে। সে কারণে ফিল্ডের সবটুকু কৌশল আয়ত্বে এনে টিভি রিপাের্টারকে তাদের ইপ্সিত লক্ষ্যে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়। আর সেই বন্ধুর পথকে মসৃণ করার লক্ষ্য নিয়েই মূলত রচিত হয়েছে টেলিভিশন সাংবাদিকতা: রিপাের্টিং পরিকল্পনা ও রিপাের্টার।
Title
টেলিভিশন সাংবাদিকতা: রিপোর্টিং পরিকল্পনা ও রিপোর্টার