"পেইন্টিংয়ের ক্রমবিকাশ ও আমার দেখা সেরা দশ" বইয়ের সংক্ষিপ্ত কথা: ভ্রমণের ছলে শিল্পকলার মিউজিয়ামে যাওয়া আর সরাসরি সামনে দাঁড়িয়ে মাস্টারপিসগুলো দেখা আমার ট্র্যাভেলগ লেখার একটি চিরায়ত নিয়ম। তবে এই গ্রন্থটির সরাসরি ভ্রমণকাহিনি নয়, কিন্তু এর ঘরানাটি ট্র্যাভেলগের কাছাকাছি। ভ্রমণকাহিনি লেখার ঢং অনুসরণ করেই আমি সর্বকালের সেরা দশ শিল্পী আর তাঁদের শিল্পকর্মটি নির্বাচন করেছি। এশিয়া, আমেরিকা এবং ইউরোপের কোনো বিখ্যাত ন্যাশনাল আর্ট গ্যালারি এখনো আমি দেখিনি, তা মনে পড়ে না। প্রাডো, ল্যুভর, উফিজি, টেট, মমা, মেট, রেইনা সোফিয়া, গেটি, গগেনহাইম, অ্যাকাডেমিয়া, এটিনিয়াম, বোরগেস, জুরিখ কুন্সথাস, রাথ, কার্লসবার্গ গ্লিপটোটেক, ত্রেতিয়াকভ, পুশকিন, হার্মিটেজ, রিক, ব্রেরা কিংবা বেলভেডিয়ার দেখা হয়ে গেছে অনেক আগেই। কোনো কোনোটি দেখেছি একাধিকবার। তাই বলা যায়, পৃথিবীর সেরা মাস্টারপিসগুলো আমি চাক্ষুষ দেখে ফেলেছি ইতোমধ্যে। কিন্তু আমার লেখা ‘পেইন্টিংয়ের ক্রমবিকাশ ও আমার দেখা সেরা দশ’-এই গ্রন্থটি একটু ভিন্ন আঙ্গিকের রচনা বৈকি। এই গ্রন্থের নিবন্ধগুলোর একটি বড় অংশ সরাসরি ভ্রমণকাহিনি নয়, ঈষৎ ভিন্নধারায় লেখা। তবে রীতি অনেকটা ওই ট্র্যাভেলগ লেখার মতোই। বিস্তারিত জানতে হলে বইটি পড়ুন...