"নেপাল ভারতের অরণ্য পর্বতে" বইয়ের ফ্ল্যাপের লেখা: কর্মব্যস্ত জীবনের ক্লান্তি-অবসাদ মুছে দিয়ে দেহ-মন পুনরুজ্জীবিত করার শ্রেষ্ঠ মহৌষধ ভ্রমণ। আধুনিক নগরসভ্যতায় মানুষের জীবন ঝক্কি-ঝামেলাপুর্ণ কর্মব্যস্ততা আর সীমাহীন দৈহিক-মানসিক চাপে বিপর্যস্ত। এ থেকে সাময়িক মুক্তি লাভের জন্য প্রকৃতির সন্তান মানুষের মাঝে মাঝে প্রকৃতির মাঝখানে যাওয়া অপরিহার্য। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে অসংখ্য আকর্ষণীয় পার্বত্য পর্যটন কেন্দ্র রয়েছে। বাংলাদেশের সীমান্তবর্তী দার্জিলিং আর শিলং ছাড়াও উত্তর-পূর্ব ও দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চল বন-পাহাড়ে ভরপুর। হিমাচল প্রদেশের রাজধানী সিমলা, অপরূপ প্রাকৃতিক সৌন্দের্যের আধার কুলু উপত্যকা, স্বপ্নময় মানালী, প্রাকৃতিক লেক-সমৃদ্ধ নৈনীতাল, রানীক্ষেত, আলমােড়া, মিশৌরী, দেরাদুন পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে। হিমালয়-কন্যা নেপাল তাে দক্ষিণের তরাই অঞ্চল বাদ দিয়ে পুরােটাই পার্বত্য এলাকা। এসব পার্বত্য অঞ্চলে প্রায় সারা বছরই বিশ্বের নানা দেশের পর্যটকদের ভীড় লেগে থাকে। কর্মস্থলের বিরতিহীন কর্মব্যস্ততার মাঝেও গ্রন্থকার ও তার কয়েকজন সহকর্মী মনের টানে এসব পার্বত্য পর্যটন কেন্দ্রে ঘুরে বেড়িয়ে আনন্দঘন সময় কাটিয়েছেন। আনন্দময় মুহূর্তগুলাে ছাপার অক্ষরে লিখে রাখার একটা তাগিদ থেকেই এ বই প্রকাশনা-প্রয়াস।
জন্ম ১৯৩৯, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার থানকান্দি গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে এম এ পাস (১৯৬২), লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে অধ্যাপনা (১৯৬৬-২০০০)। গবেষণায় ও গবেষণা সংগঠনে পূর্ণকালীন সময় দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় থেকে অকালীন অবসর গ্রহণ (জুলাই ২০০০) এবং তখন থেকে অদ্যাবধি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে গবেষণা ও গবেষণা সংগঠনে পূর্ণকালীন সময় দান। কতিপয় গবেষণা : Permanent Settlement in Bengal; Bengal Land Tenure : Origins of Intermediate Clases; Villages in the Haor Basin of Bangladesh; Bangladesh District Records : Dhaka, Chittagong, Comilla ভূমিব্যবস্থা ও সামাজিক সমস্যা; বাংলাদেশের ইতিহাস : ঔপনিবেশিক শাসন কাঠামো; ভূমি ও ভূমি সংস্কার।