"বাংলাদেশের বাম রাজনীতি বিভ্রান্তি ও বিভক্তি" বইটির প্রথম ফ্ল্যাপ এর লেখাঃ ১৯১৭ সালের রুশ বিপ্লবের ঢেউ এসে লাগে উপমহাদেশে, সােভিয়েত সমাজের আদলে এদেশীয় সমাজ কাঠামাে পরিবর্তন করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে কমিউনিস্ট পার্টিসহ অসংখ্য বাম রাজনৈতিক দল। ১৯৫০ ও ১৯৬০এর দশকে পাকিস্তান শাসনামলে এ দেশে বাম রাজনীতির সম্প্রসারণ ঘটতে থাকে, দেশের দারিদ্র্য, বেকারত্ব ও অর্থনৈতিক সংকট নিরসনের উপায় হিসেবে সমাজতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণই একমাত্র পথ বলে মনে করে এ দেশের শিক্ষিত তরুণ সম্প্রদায়ের বড় একটি অংশ, ফলে তারা বাম রাজনীতির দিকে ঝুঁকে পড়ে। কিন্তু কিভাবে সমাজতান্ত্রিক ব্যবস্থায় উপনীত হওয়া যাবে তা নিয়ে মতভেদ বাম রাজনীতিবিদ ও বাম দলগুলির মধ্যে ক্রমান্বয়ে তীব্র হয়ে উঠে। এ সময় পাকিস্তানী সামরিক জান্তার ঔপনিবেশিক স্টাইলে শাসন ও শােষণের বিরুদ্ধে শক্তিশালী হয়ে উঠে জাতীয়বাদী ধারার রাজনীতি। ১৯৬০-এর দশক এবং পরবর্তীকালে মুক্তিযুদ্ধকালীন সময়ে বাম রাজনৈতিক দলগুলির বড় একটি অংশ জাতীয়তাবাদী রাজনীতির দিকে ঝুঁকে পড়তে থাকে। সেই সঙ্গে বাম রাজনৈতিক দলগুলির দ্বন্দ্ব ও মতপার্থক্য তীব্র হয়ে উঠে স্বাধীনােত্তর বাংলাদেশে। ১৯৭০-এর দশকে আদর্শ হিসেবে মার্কসীয় মতবাদ ও বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা লক্ষ্য হওয়া সত্ত্বেও বাম দলগুলির মধ্যে মতভেদ বেড়ে যায়। বিভিন্ন বামদল ভেঙ্গে গড়ে উঠে ভিন্ন ভিন্ন বাম রাজনৈতিক দল। এ সময় বাংলাদেশে প্রায় অর্ধ শতাধিক বাম রাজনৈতিক দল ছিল। তাদের মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (মােজাফফর), ন্যাশনাল আওয়ামী পার্টি (পীর হাবিবুর), ইউনাইটেড কমিউনিস্ট লীগ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, ঐক্য জাসদ, বাংলাদেশ সাম্যবাদী দল, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, ভাসানী ন্যাপ, সর্বহারা পার্টি প্রমুখ ছিল প্রধান বামপন্থী রাজনৈতিক দল। এছাড়া ১৯৭২ সালে বাংলাদেশে আত্মপ্রকাশ করে জাতীয় সমাজতান্ত্রিক দল নামে নতুন একটি দল যারা লক্ষ্য হিসেবে ঘােষণা করে বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক সমাজ। স্বাধীনতার অব্যবহিত পরেই ‘মধ্যবিত্ত পেটি বুর্জোয়াদের দল আওয়ামী লীগ স্বয়ং সংবিধানে সমাজতন্ত্রের আদর্শ অন্তর্ভূক্ত করে এবং সমাজতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে বৃহৎ শিল্প ও ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহ রাষ্ট্রীয়করণ করে। এ সময় বাম রাজনৈতিক দলগুলির মতভেদও তীব্র হয় ক্ষমতাসীন সরকারের মূল্যায়ন প্রসঙ্গে। বর্তমান গ্রন্থে বাংলাদেশের বাম রাজনৈতিক দলগুলির বৈজ্ঞানিক সমাজতন্ত্রে উপনীত হবার লক্ষ্যে অনুসৃত নীতি, কর্মপন্থা, সমাজ ব্যবস্থা বিশ্লেষণ করার নিয়ামকসমূহ ও বাম দলগুলির রাজনৈতিক কর্মপদ্ধতি বিশ্লেষণ করা হয়েছে, সেই সাথে এ দলগুলির তাত্ত্বিক মতবাদ ও বাস্তব রাজনীতির সাদৃশ্য ও বৈসাদৃশ্যসমূহ চিহ্নিত করা হয়েছে।