"অসুস্থ ব্যক্তির পবিত্রতা ও নামাযের মাসায়েল" বইয়ের সংক্ষিপ্ত কথা: নামায দীনের অন্যতম প্রধান স্তম্ভ। ঈমানের পর বান্দার উপর সর্বাধিক গুরুত্বপূর্ণ ফরয হলো নামায। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা নিযুক্ত হলেন, তখন সকল গভর্নরের নিকট এই মর্মে নির্দেশ পাঠালেন যে, ‘আমার নিকট তোমাদের সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হলো নামায। যে ব্যক্তি নামাযের প্রতি গুরুত্ব দেবে এবং যথানিয়মে তা আদায় করবে, সে দীনের অন্যান্য বিষয়ের প্রতি আরও বেশি যত্নবান হবে। আর যে ব্যক্তি নামাযের ব্যাপারে অবহেলা করবে, তার নিকট দীনের অপরাপর বিষয় আরও বেশি অবহেলিত হবে।’ আমাদের সমাজে বর্তমানে দু-ধরনের প্রান্তিকতা লক্ষ করা যায়। প্রথমত বহু দীনদার মানুষ সামান্য অসুস্থতার কারণেই নামায ছেড়ে দেয়। আবার অনেকে অল্প অসুস্থতার কারণেই নামাযের স্বাভাবিক মাসনুন পদ্ধতি ছেড়ে দেয় এবং নিজের খেয়াল-খুশিমতো নামায আদায় করা শুরু করে দেয়। কোনো কোনো ডাক্তার দীনদারির ব্যাপারে ততটা সচেতনতা না থাকার কারণে সামান্য ওজরেই রোগীদের চেয়ারে বসে নামায আদায়ের পরামর্শ দিয়ে থাকেন। মনে হয় চেয়ারে নামায পড়াও একটা মাসনুন পদ্ধতি। অথচ অনন্যোপায় হওয়া ছাড়া চেয়ারে বসে নামায আদায় করা ঠিক নয়।
মূলত এসব সূক্ষ্ম-জটিল সমস্যার সমাধান-কল্পে আমাদের এবারের আয়োজন, ‘অসুস্থ ব্যক্তির পবিত্রতা ও নামাযের মাসায়েল’। এই পুস্তিকাটিকে তিনটি অধ্যায়ে বিন্যস্ত করা হয়েছে। ১ম অধ্যায়ে অসুস্থ ব্যক্তি ও নারীদের পবিত্রতার মাসায়েল, নামাযের কতিপয় মৌলিক বিষয় ও অসুস্থ ব্যক্তিদের নামায আদায়ের পদ্ধতি, চেয়ারে বসে নামায আদায়ের মাসায়েল ইত্যাদি আলোচিত হয়েছে। ২য় অধ্যায়ে নামাযের ফরয-ওয়াজিব, নামায ভঙ্গের কারণ, নামাযের বিশুদ্ধ পদ্ধতি নামাযের সুন্নাহসম্মত পদ্ধতি ইত্যাদি ধারাবাহিকভাবে আলোচিত হয়েছে। আর ৩য় অধ্যায়ে নামাযের জরুরি মাসায়েল, বিভিন্ন প্রকার নামাযের বিবরণ ইত্যাদি সন্নিবেশিত হয়েছে।