"উসওয়ায়ে রাসূলে আকরাম" বইয়ের সংক্ষিপ্ত কথা: আমাদের হিন্দুস্তানে (যা শতাব্দীব্যাপী ইসলাহ ও দীনি শিক্ষার মারকায হিসেবে পরিচিতি লাভ করেছে) বিশেষভাবে তিনটি কিতাব উল্লেখযোগ্য। এক. কাজি সানাউল্লাহ পানিপথী রহ. এর মা-লা-বুদ্দা মিনহু; দুই. সাইয়েদ আহমদ শহিদ রহ. এর সিরাতে মুসতাকিম; তিন. হাকিমুল উম্মত আশরাফ আলি থানবি রহ. এর বেহেশতি যেওর। এই স্বর্ণালি সিরিজের এক বরকতপূর্ণ সংযোজন হলো হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলি থানবি রহ. এর বিশিষ্ট খলিফা ডা. মুহাম্মদ আবদুল হাই আরেফী (মৃত ২৭ মার্চ ১৯৮৬) কর্তৃক রচিত ‘উসওয়ায়ে রাসুলে আকরাম’ নামক কিতাবটি, যা একজন সত্যান্বেষী এবং শরীয়ত ও সুন্নতের অনুসারী মুসলমানের জন্য সমগ্র আমলী জীবনের পরিপূর্ণ পথপ্রদর্শক হতে পারে। এই কিতাব ঈমানিয়াত, ইবাদাত, মুয়ামালাত, মুয়াশারাত, আখলাকিয়াত, পবিত্র জীবনের দিন-রাত, সামাজিক ও বৈবাহিক জীবনের এবং স্বভাবপ্রকৃতির জন্য পথপ্রদর্শকের ভূমিকা রাখতে পারে। এই কিতাবটির আল্লাহ তায়ালা এমন গ্রহণযোগ্যতা দান করেছেন, যা সমকালীন কোনো দীনী কিতাবের ক্ষেত্রে অর্জিত হয়নি। এমনকি বিভিন্ন ভাষায় বহুসংখ্যায় ও একাধিক সংস্করণে এটি প্রকাশিত হয়েছে এবং সেগুলো মূল কিতাবের মতোই গ্রহণযোগ্যতা পেয়েছে।