’রিভার্স অসমোসিস' বইয়ের ফ্লাপের লেখা সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ যারা দীর্ঘদিন ধরে চেতনায় সযত্নে লালিত সংশয়বাদ বা অবিশ্বাসের বীজ বপন করে আসছেন, এই বইয়ে বর্ণিত বিভিন্ন গল্পের ‘থিম’ এর ভাইরাস তাদের জন্য ক্ষতিকর হতে পারে। বীজ অংকুরেই বিনষ্ট হওয়া, এমন কি মহীরুহের মৃত্যু ঘটিয়ে ব্যাকডেটেড ও আনস্মার্ট (!) হয়ে যাওয়ার মতাে মারাত্মক ঝুঁকি রয়েছে।
’রিভার্স অসমোসিস' বইয়ের সম্পাদকের কথা যে পথ পেরিয়ে এসেছি এতটা দূর, সঠিক ছিল কি সে পথ বেছে নেওয়া? যুগ যুগ ধরে লালিত বিশ্বাসের ভিত্তি কি ছিল গভীরে প্রােথিত? না কি তামুক্তমনের চোখা যুক্তির সুনামিতে উপড়ে পড়বে সমূলে? বহুদিন ধরে চলে আসা এ সব দ্বান্দ্বিক বিষয় আতশী কাঁচের নিচে ফেলে লেখক নিরীক্ষা করেছেন পক্ষপাতহীন ভাবে। জীবনমুখী বর্ণনায় গল্পের ছলে উৎসারিত হয়েছে বিশ্বাসের জয়গান। ইসলাম কি শুধুই প্রানহীন, যুক্তিহীন, বােধহীন কিছু আচার অনুষ্ঠানের নাম? আধুনিক বিজ্ঞানমনস্ক, আলােকিত মানুষ তৈরি হওয়ার পথে কি প্রধান অন্তরায়? তত্ত্ব ও তথ্যের মেলবন্ধনে লেখক অনুসন্ধিৎসু মনের প্রয়ােজন মেটাতে তৈরি করেছেন এক অপূর্ব কথামালা-যা পাঠককে পরিশীলিত করবে, পরিশুদ্ধ করবে আর ভাবতে উদ্বুদ্ধ করবে। ভাষাশৈলী নিয়ে অনেক ভেবেছি। সমাজের যে অংশের চালচিত্র লেখক এঁকেছেন তা আমাদের অতি পরিচিত। তারা যে ভাবে কথা বলে, সে ভাষা শৈলীকে আমরা অবিকৃত রাখার সিদ্ধান্ত নিয়েছি। হয়ত অনেকের কাছেই তা আপত্তিজনক হতে পারে। লেখক তার অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে পরিশীলনের চাদরে ঢেকে ভব্য, সভ্য বা কুলীন করতে চাননি। চাননি কোন কৃত্রিম রং বা ফ্লেভার যুক্ত করতে। উপস্থাপনাটা তাই মেকি নয়, আরােপিত নয়, বাস্তবতা বিবর্জিতও নয়। বিদগ্ধ পাঠক তাদের মননের ফিল্টারে সেগুলাে পরিশুদ্ধ করে নেবেন এ বিশ্বাস আমাদের আছে। আমাদের গল্পের আমিন কিন্তু কোন মুহাদ্দিস বা মুফাসসির নয়। অতি সাধারন এক মানুষ- যার ইসলামের প্রতি আছে প্রগাঢ় ভালবাসা, অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতিও আছে সম্মান বােধ। তার উত্থাপিত কুরআন-হাদীসের উদ্ধৃতি বা ব্যাখ্যা একান্তই তার নিজস্ব, কোন চূড়ান্ত রায় বা ফতােয়া নয়। আশা করি পাঠক তা বিবেচনায় রাখবেন। ইসলাম সম্পর্কে কোন বিরূপ ও বিভ্রান্তিমূলক সমালােচনার সম্মুখীন হলেই কেবল আমিন তার সীমিত জ্ঞান ও সামর্থ্যের আলােকে ইসলামের শাশ্বত বিধানের পক্ষে অবস্থান নেয়, একজন সমর্পিত বিশ্বাসী মানুষ হিসাবে। তার যুক্তি ব্যাখ্যা ও সামর্থ্য নিয়ে প্রতিনিয়তই প্রশ্ন তােলা যায়, কিন্তু ইসলামের প্রতি তার অকৃত্রিম অনুরাগ ও শর্তহীন আনুগত্য কি প্রশ্নাতীত নয়? পাঠক হিসাবে ভাবনাটা আপনার, আর সিদ্ধান্তটাও ...
’রিভার্স অসমোসিস' বইয়ের বিষয়সূচি বান্দর, বিলাই ও যুক্তির কাঁচকলা..........১৭ নরেন্দ্র মােদির নােট বাতিল সিদ্ধান্ত, অতঃপর..........৩৫ বনলতা সেন ও স্বর্গের উর্বশী..........৪১ উত্তরা টু ধানমন্ডি- বাই ‘ছােলেমান পরিবহন’..........৫১ ব্যাক-ডেটেড নাকি এভার আপডেটেড?..........৭১ লেটস লুক থ্রু প্রোপার লেন্স..........৮৬ অর্থহীন না গূঢ় অর্থবহ? নাকি রহস্যভরা সৌন্দর্যময় কোনও কোড!..........১০২ এই দিন দিন না, আরাে (কত?) দিন আছে..........১১৫ একটা অপ্রাসঙ্গিক শিশুতােষ গল্প..........১২১