"তোর জন্য আমার কষ্ট হয় ক্যান?" বইয়ের ফ্ল্যাপ থেকে নেওয়া তাের জন্য আমার কষ্ট হয় ক্যান? প্রাকৃতিক নিয়মেই প্রতিটা প্রাণী প্রেম করে! প্রেমের ফসলই বংশধারা! মানব সমাজে নর-নারীর প্রেমের বহুবিধ রূপ আছে। কোনটা সমাজ কর্তৃক স্বীকৃত; কোনটা সমাজ কর্তৃক স্বীকৃত নয়! প্রেম কখনও প্রকাশ্য; কখনও গুপ্ত; কখনও প্রেম ষষ্ঠ-ইন্দ্রিয়জাত । আসলে প্রতিটা মানুষ তার মনকে প্রেমে রাঙায়; ব্যর্থ হয়ে মনকে রক্তাক্ত করে। প্রেম কখনও এক তরফা হয়; কখনও প্রেম বিমূর্ত রয়! মনের কোন লৌকিক রূপ নেই কিন্তু প্রেমের কারণে মনের লৌকিক কষ্ট আছে। সামাজিক বাধা প্রেমিক-প্রেমিকার হৃদয়কে দগ্ধ করে। অনেকে প্রেমের কারণে নিজের জীবনটাকেই উৎসর্গ করে। প্রিয় মানুষটার জন্য আজীবন অপেক্ষায় থাকে; পরকালে মিলনের স্বপ্ন দেখে। প্রেমকে মন্দিররূপে সৃষ্টি করে প্রিয় মানুষটাকে স্মরণ করে। দীর্ঘশ্বাসে পােড়ে, অশ্রুবিসর্জন করে রাতের আঁধারে! পাশে অনেকেই থাকে কিন্তু মনের খরব কেউ পায় না। এই দর্শনই কাব্যটিতে ধারণ করা হয়েছে। পাঠকের কোন একটি কবিতা ভালাে লাগলে পরিশ্রম সার্থক হবে। কাব্যপাঠে কারও রক্তাক্ত হৃদয়ে অগ্নিপ্রজ্বলিত হলে আন্তরিকভাবে দুঃখিত।