সিরিয়া। ইতিহাস ও সংস্কৃতিতে সমৃদ্ধ প্রাচীন নগরী। অসংখ্য মানবসভ্যতার আবাসভূমি। যুগ-যুন্তান্তরের ঘাত-প্রতিঘাতে ভরা সিরিয়ার ইতিহাস। সেই ইতিহাসেরই এক ধারাবাহিক অংশ ১৯৭৯ সাল। সিরিয়ার ইসলামপন্থী সংগঠনের সদস্যরা সরকারের সাথে সশস্ত্র সংগ্রাম শুরু করে। হাফেজ আল আসাদ চুড়ান্ত কঠোরতার সাথে সংগ্রামীদের দমন করেন। এই গৃহযুদ্ধের নিশানা হয়ে বহু সংখ্যক নিরপরাধ নাগরিক, সাধারণ নারী-পুরুষ ও নিস্পাপ শিশু নিহত হয়। আহত হয় অসংখ্য বনি আদম। কারান্তরীণ হন বহু নিরপরাধ নারী-পুরুষ। এমনই কারানির্যাতনের শিকার হিবা দাব্বাগ। মাঝরাতে গােয়েন্দা সংস্থার গাড়ি কর্কশ শব্দে এই নারীর এপার্টমেন্টের সামনে এসে থামলাে। তারা তার কাছে কেবল ৫ মিনিট সময় চাইলাে। কিন্তু নিয়ে গেল হিবা দাব্বাগের জীবনের ৯টি বছর। আলােচ্য গ্রন্থ সেই ৯ বছরেরই কারগুজারি দিনপঞ্জি। সিরিয়া যুদ্ধের অতীত, বর্তমান ও ভবিষ্যতের অসংখ্য প্রশ্নের উত্তর পাওয়া যাবে ‘জাস্ট ফাইভ মিনিটস' বইয়ে নির্মোহ ও স্বচ্ছদৃষ্টিতে। এ বই তার পাঠককে এক নতুন দুনিয়ায় নিয়ে যাবে, যে দুনিয়া শিহরণ জাগানিয়া, অচিন্তনীয় ও বাস্তবসম্মত। এ বই বিশ্ব রাজনীতি, মধ্যপ্রাচ্য ও মুসলিমবিশ্ব নিয়ে আমাদের উদাস চিন্তা-ভাবনাকে পাল্টে দেবে। অনেকটা ঘুমন্ত ব্যক্তিকে কষে চড় দিয়ে জাগিয়ে তােলার মতাে। এ বই পাঠককে এমন সব সত্যের মুখােমুখী করবে যা থেকে পালাবার জো নেই। এ বই আপাত পক্ষপাতহীন, সত্যাশ্রয়ী ও একই সঙ্গে মানবিকও। কারানির্যাতিত হিবা দাব্বাগের বিশ্বাসদীপ্ত কলমে উঠে এসেছে সিরিয়ার কারাগারে রুদ্ধশ্বাস নয় বছরের শিহরণজাগানিয়া ঘটনাপরম্পরা।
এ সময়ের প্রতিভাদীপ্ত লেখক ও অনুবাদক। লেখালেখির জগতে পদার্পণ শৈশবকালেই। শিক্ষা ক্ষেত্রে জামিয়া ইসলামিয়া পটিয়ায় দাওরায়ে হাদীস সম্পন্ন করে ২০০২ সালে। জামিয়া ফারুকিয়া করাচি থেকে তিনি তাখাসসুস ফি উলুমিল ফিকহের ডিগ্রি নেন। নাজিরহাট বড় মাদরাসা থেকে সুদীর্ঘ দুই যুগেরও অধিককাল ধরে নিয়মিত প্রকাশিত মাসিক দাওয়াতুল হক পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। ‘সুচিন্তা’ ও ‘শিকড়’ও তার সম্পাদিত সাময়িকী। এছাড়া নিরলসভাবে লিখে চলেছেন বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকায়। ১৯৮১ সালের ২৮ মার্চ চট্টগ্রামের ফটিকছড়িতে জন্ম নেয়া বরেণ্য এই আলেমের ৪০ টির অধিক বই রয়েছে বাজারে। তাঁর মৌলিক বইয়ের মধ্যে রয়েছেÑ নাফ তীরের কান্না; স্বর্ণযুগের সম্রাট; অপরাধ : উৎস ও প্রতিকার; পুত্রের প্রতি পিতার পত্র ও উপদেশ; আসহাবে কাহাফ; দেহমনের পাপ; পড়ালেখার কলাকৌশল; ইসলামের দৃষ্টিতে হালাল হারাম।