“রাসূল (স.)-এর যবানে কবরের বর্ণনা" বইটির ভূমিকা থেকে নেয়াঃ হে আমার মুসলিম ভাই-বােনেরা! আপনারা কবরের যাবার জন্য কিরূপ। প্রস্তুতি গ্রহণ করেছেন। জেনে রাখুন! কবর অত্যন্ত ভয়াবহ স্থান। সময় থাকা অবস্থায় এ ব্যাপারে সজাগ-সতর্ক থাকুন। মনে রাখবেন মৃত্যুর পর আর এক্ষেত্রে করণীয় কোন সুযােগই থাকবে না। এ সম্পর্কে যত চিন্তা-ভাবনাই করুন সবই বিফলে পরিণত হবে। এর ভেতর প্রবেশের আগে-ভাগেই যা যা করার জীবন থাকা অবস্থায় করে নিন। আপনি যদি সচেতন হন তাহলে এ তাৎপর্যপূর্ণ হাদীসের কথাটিই আপনার ক্ষেত্রে যথেষ্ট বলে বিবেচিত হবে। আর তা হচ্ছে : ‘মৃত্যু অলিখিতভাবে হঠাৎ করে একদিন এসে এ জগত থেকে ছিনিয়ে নিয়ে যাবে, একথা ভেবে যে ইহকালেই পরকালের পাথেয় সংগ্রহ করতে সদা-সর্বদা সচেষ্ট থাকে সেই বুদ্ধিমান ব্যক্তি । অতএব হে সবুজ-শ্যামল, স্বতেজ, পৃথিবীতে জীবন-যাপনকারী! হে পৃথিবীর স্বাদে ও আনন্দ-উল্লাসে বিভাের ব্যক্তি! হে রঙিন ও মনপুত পৃথিবীর মরিচিকার প্রতি আকর্ষিত ব্যক্তি! হে সুন্দর পৃথিবীর সৌন্দর্যে বিমােহিত ব্যক্তি! হে চিরস্থায়ী ঠিকানাকে ভুলে গিয়ে অস্থায়ী ঠিকানার অন্বেষণকারী! আপনার কোন চিন্তায় বিভাের আছেন তা একবার কি প্রতিদিন ভেবে দেখেছেন?