আলাউদ্দিন আল আজাদের ছােটগল্প : বিষয় ও প্রকরণ’ আমার, এম.ফিল. অভিসন্দর্ভের গ্রন্থরূপ। আমাদের গল্পসাহিত্যে আলাউদ্দিন আল আজাদ একটি বিশিষ্ট নাম। তিনি নানা উপাদান ও উপকরণে সমৃদ্ধ করেছেন বাংলা ছােটগল্পের ভাণ্ডার। একজন সব্যসাচি লেখক হিসেবে জীবদ্দশায় তিনি যথেষ্ট সুনাম ও সুখ্যাতি অর্জন করেছেন। সমকালীন বাংলা ছােটগল্পে তাঁর অবদানের বিশিষ্টতা ও যথার্থতা কোন পর্যায়ের তা মূল্যায়ন করা বর্তমান গ্রন্থের লক্ষ্য ও উদ্দেশ্য সেই দৃষ্টিভঙ্গিজাত। চল্লিশের দশকের মাঝামাঝি থেকেই কলকাতাকেন্দ্রিক সাহিত্যচর্চায় তিনি ছিলেন নিবেদিত প্রাণ । লেখালেখিজীবনের শুরু থেকেই ছিলাে তাঁর ছােটগল্প লেখার প্রবণতা। মাসিক সওগাত' পত্রিকায় প্রথম প্রকাশিত হয় জানােয়ার নামের ছােটগল্পটি। এমনকি তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থটিও ছিলাে গল্পসংকলন গ্রন্থ। আমরা বর্তমান আলােচনায় ২০০৩ সালের পূর্বে কেবল তার গ্রন্থাকারে প্রকাশিত ছােটগল্পকেই প্রাধান্য দিয়েছি।
প্রস্তাবনা ও উপসংহার ব্যতীত মােট চারটি অধ্যায়ে আমাদের আলােচনা সম্পন্ন করা হয়েছে। বাংলা ছােটগল্পের ঐতিহ্য' শীর্ষক প্রথম অধ্যায়ে ছােটগল্পের উদ্ভব বিকাশের পটভূমি থেকে বাংলা ছােটগল্পের ঐতিহ্যের অনুসন্ধান করা হয়েছে। প্রচলিত গল্পধারায় আলাউদ্দিন আল আজাদের অবস্থান এখানে দেখানাে হয়েছে। দ্বিতীয় অধ্যায়ের শিরােনাম ‘আলাউদ্দিন আল আজাদের জীবন ও শিল্পীমান্স'। বর্তমান যুগে অভিজ্ঞতা ছাড়া শুধু ভাব-কল্পনা দিয়ে সাহিত্য রচনা করা প্রায় অচল হয়ে পড়েছে। এ অধ্যায়ে আলাউদ্দিন আল আজাদের সংক্ষিপ্ত জীবনকথার মধ্যে বিচিত্র বিষয়ে তার অভিজ্ঞতার আলেখ্য ধারণ করার চেষ্টা করেছি। সেই সঙ্গে তিনি যে সমস্ত বিষয়ের ওপর অনুরক্ত ছিলেন তা বােঝানাের জন্য তার সামগ্রিক সাহিত্যচর্চার একটি সরল উদ্ভাসন তুলে ধরা হয়েছে। উপরিউক্ত অধ্যায় দুটি মূলত আলাউদ্দিন আল আজাদের ছােটগল্পের আলােচনার জন্য প্রস্তুতিমূলক অধ্যায়। তৃতীয় অধ্যায়ের শিরােনাম আলাউদ্দিন আল আজাদের ছােটগল্পে বিষয়বৈচিত্র্য। এখানে আজাদের ছােটগল্পের বিষয়বৈচিত্র্যকে প্রাধান্য দিয়ে চারটি পরিচ্ছেদে বিন্যস্ত করেছি। মূলত এ চারটি পরিচ্ছেদে লেখকের সমগ্র ছােটগল্পের আলােচনা স্থান পেয়েছে। আর্থ-সামাজিক প্রসঙ্গ থেকে রাজনৈতিক চালচিত্র, সাংস্কৃতিক প্রসঙ্গ ও বিবিধ প্রসঙ্গের আলােচনা নিবদ্ধ। চতুর্থ তথা শেষ অধ্যায়ে আলাউদ্দিন আল আজাদের ছােটগল্পে ভাষা ব্যবহারের শিল্পনৈপুণ্য ও স্টাইলের বিশিষ্টতা আলােচনা করা হয়েছে। এ অধ্যায়ের শিরােনাম দেয়া হয়েছে ‘আলাউদ্দিন আল আজাদের ছােটগল্প : প্রকরণ। উপসংহারে আমরা আলাউদ্দিন আল আজাদের ছােটগল্পের চরিত্র, বিষয় ও চিন্তার বিবর্তন আলােচনা করে তাঁর ছােটগল্পের সার্বিক মূল্যায়নে সচেষ্ট হয়েছি।