"ফতহুল গায়ব (বড়পীর (রহ.) এর মুল্যবান বাণী)" বইটি সম্পর্কে কিছু কথা: আল্লাহ পাকের অশেষ রহমতের নিদর্শনস্বরূপ ফতুহুল গায়ব বা বড়পীর (রহঃ)এর অমৃত বাণী গ্রন্থখানা আমরা সৌষ্ঠবমণ্ডিত আকারে সহৃদয় পাঠক-পাঠিকাগণের করকমলে তুলিয়া দিতে পারিয়া করুণাময়ের লাখাে শুকরিয়া আদায় করিতেছি। সেই সঙ্গে হ্যরত বড়পীর (রহঃ)-এর সদা জাগ্রত বিদেহী আত্মার প্রতি সশ্রদ্ধ নিয়ায পেশ করিতেছি। আধ্যাত্ম সাধনার মহান সম্রাট গাউছুল আযম হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহঃ)-এর পুত পবিত্র জীবনাদর্শ অন্যান্য খােদা- প্রেমিকদের রূহানী সাধনার একচ্ছত্র সমাটরূপে চিরকাল রচিত হইতে থাকিবে ইহাতে সন্দেহের অবকাশ নাই। ম্রাটসুলভ গৌরব ও মর্যাদা, সম্মান ও প্রতিপত্তি, ঐশ্বর্য ও মহিমা, উন্নতি ও উল্কর্ষ তাহার জীবনালেখ্যের প্রতিটি পরতে পরতে বিকশিত হইয়া রহিয়াছে। স্রষ্টা ও সৃষ্ট, খালেক ও মাখলুক, প্রতিপালক ও প্রতিপালিতের মধ্যে অদৃশ্যভাবে যে সেতুবন্ধন অহরহ কাজ করিয়া চলিয়াছে, উহার প্রত্যক্ষ যােগসূত্র সংস্থাপনে যিনি অবিস্মরণীয় স্বাক্ষর রাখিয়া গিয়াছেন, তাঁহার চরিতামৃত সুধাপানে কে না আকুল হয়? মানুষের জীবন প্রবাহ দুইভাগে বিভক্ত হইয়া বৈশিষ্ট্য ও কর্মানুষ্ঠান বিকশিত ও প্রতিপালিত করিয়া থাকে। প্রথমতঃ দৈহিক গতিধারা এবং দ্বিতীয়তঃ রূহানী গতিধারা। দৈহিক গতিধারা- খাওয়া পরা, লেবাছ-পােশাক, আলাে-বাতাস ইত্যাদি বিভিন্ন উপাদানের সহিত সম্পৃক্ত। পক্ষান্তরে রূহানী গতিধারা কেবলমাত্র আল্লাহ পাকের যিকির-ফিকির, মােরাকাবা-মােশাহাদা এবং প্রেম ও মহব্বতের সহিত অবিচ্ছেদ্যভাবে বিজড়িত। হযরত বড়পীর (রহঃ) রূহানী জিন্দেগীর যে মৌল যােগসূত্রের সন্ধান প্রদান করিয়াছিলেন, তাহা জাতি-ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষকে হেদায়েতের পথ প্রদর্শন করিবে। হযরত বড়পীর (রহঃ) সাহেবের বহুমুখী প্রতিভার একটি অনন্য প্রতিভা তাঁর ইলমে মারেফত ও শরীয়ত সম্পর্কে বিভিন্ন মূল্যবান পুস্তক প্রণয়ন যা সচরাচর অন্যান্য বুজুর্গানের মধ্যে দেখা যায় না। ফতুহুল গায়ব নামক অমূল্য আধ্যাত্মিক উপদেশপূর্ণ গ্রন্থখানা একখানা অদ্বিতীয় গ্রন্থ। আল্লাহর প্রেমিক বান্দাদের জন্য এ গ্রন্থখানা নিঃসন্দেহে তাহাদের মনের খােরাক যােগাবে এবং মারেফতে ইলাহীর পথে দিক নির্দেশনার কাজ করিবে।