"রাওয়ালপিন্ডি ষড়যন্ত্র ১৯৫১" বইয়ের ফ্ল্যাপের লেখা: আইয়ুব খানের ক্ষমতা দখলের আগেও পাকিস্তানে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে সরকার উৎখাতের একটা চেষ্টা হয়েছিল। পাকিস্তান রাষ্ট্রের প্রায় গােড়াতেই শুরু হওয়া সেই অভ্যুত্থান-প্রয়াসের নেতৃত্বে ছিলেন জেনারেল আকবর খান। তবে কৌতুহলােদ্দীপক ব্যাপার হলাে সেই অভ্যুত্থান-প্রয়াসে তিনি তৎকালীন পাকিস্তান কমিউনিস্ট পার্টির নেতাদের সমর্থন ও সহযােগিতা লাভ করেছিলেন। অভ্যুত্থানটি ব্যর্থ হয় এবং এর সঙ্গে জড়িত থাকার দায়ে জেনারেল আকবর, কমিউনিস্ট নেতা সাজ্জাদ জহির, কবি ফয়েজ আহমদ ফয়েজসহ কয়েকজনকে সংক্ষিপ্ত বিচারে কারাদণ্ড দেওয়া হয়। প্রাথমিকভাবে এই অভ্যত্থান-প্রচেষ্টা সেনাবাহিনীতে ইস্কান্দার মির্জা-আইয়ুব খান কোটারির বিরুদ্ধে পরিচালিত হয়েছিল বলে মনে করা হলেও রাজনীতি-বিশ্লেষকদের মতে, পরবর্তীকালে আইয়ুব খানের ক্ষমতায় আরােহণের পথ প্রশস্ত করেছিল এই ঘটনা। ঘটনাটি নিয়ে পাকিস্তানে ও বহির্বিশ্বে কিছু কিছু লেখালেখি হলেও, বাংলাদেশের মানুষ এ যাবৎ এ সম্পর্কে কমই জানার সুযােগ পেয়েছে। সােহরাব হাসানের রাওয়ালপিন্ডি ষড়যন্ত্র ১৯৫১ বইটি ইতিহাসের সেই অজানা অধ্যায় সম্পর্কে পাঠককে জানতে সাহায্য করবে।
Sohrab Hassan কবি প্রাবন্ধিক। জন্ম ১০ সেপ্টেম্বর ১৯৫৫, শৌলজালিদ, ঝালকাঠী। সাংবাদিকতা করেছেন দুই যুগেরও বেশি সময় ধরে। জনকণ্ঠ, দৈনিক দেশ, বাংলার বাণী, জনপদ, ভোরের কাগজ, সংবাদ হয়ে এবং দৈনিক যুগান্তর-এর সহযোগী সম্পাদক। সামাজিক ও রাজনৈতিক বিষয়ে তীক্ষ্ম ও যুক্তিবাদী বিশ্লেষণ ইতিমধ্যে সোহরাব হাসানকে জনপ্রিয় কলাম লেখক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার লেখার বিষয় সমসাময়িক হলেও স্থায়ী আবেদন রাখতে সক্ষম।