b"ডুয়েল ক্যারেক্টার" বইয়ের ফ্ল্যাপের লেখা:br/b সকল প্রকার প্রশংসা বিশ্বজগতের প্রতিপালকের জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অসংখ্য-অগণিত দরুদ ও সালাম, বিশ্বমানবতার মুক্তির দিশারী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেলিব্রিটি, ইমামুল আম্বিয়া, সায়্যিদুস সাকালাইন মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি অসাল্লামের উপর। শান্তি এবং রহমত বর্ষিত হোক রাসুল সল্লাল্লাহু আলাইহি অসাল্লামের ভালবাসায় প্রাণ উৎসর্গকারী সাহাবায়ে কেরাম (রা:) এবং তার পরিবারবর্গের উপর। br ইসলাম হলো মানবতার মুক্তির এমন একটি পথ, যার কোনো বিকল্প নেই। পৃথিবীতে বেশিরভাগ জিনিসেরই বিকল্প ব্যবস্থা থাকে। কেউ ইচ্ছা করলে তার ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার না করে, সেটার ফটোকপি ব্যবহার করে কার্যসিদ্ধি করতে পারে; কেননা, ন্যাশনাল আইডি কার্ডের বিকল্প ব্যবস্থা আছে। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কেউ বিমানে আরোহণ না করে, বাস, ট্রেন কিংবা নৌযানে আরোহণ করতে পারে; কেননা, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিমানের বিকল্প ব্যবস্থা আছে। কিন্তু, ইসলাম হচ্ছে এমন একটি জীবন ব্যবস্থার নাম, যার কোনো বিকল্প ব্যবস্থা মহান আল্লাহ তা‘য়ালা রাখেননি। কেয়ামতের মাঠে ইসলামের কোনো ফটোকপি দেখিয়ে কার্যসিদ্ধি করা যাবে না। অর্থ্যাৎ, ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম সেদিন গ্রহণযোগ্যতা পাবে না। কেয়ামতের মাঠে আল্লাহ তা‘য়ালার জান্নাতে প্রবেশ করতে হলে, একমাত্র ইসলাম নামক বিমানে আরোহণ করেই জান্নাতে প্রবেশ করতে হবে। অর্থ্যাৎ, ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মই সেদিন সতেজ থাকবে না। সুতরাং, ইসলামই আমাদের শক্তি, ইসলামই আমাদের সত্যি। ইসলামের প্রতিটি বিধান মনে প্রাণে মেনে নিলাম, হোক সেটা আমাদের চিন্তাশক্তির ভেতরে, কিংবা বাইরে।brbr যে কারণে বইটি লিখলামbr প্রথমত আমার হেদায়েতের জন্য। দ্বিতীয়ত সেইসব দুর্বল ঈমানের অধিকারী আমার ভাই-বোনদের জন্য, যারা ইসলামের কোনো বিষয় নিয়ে সন্দিহান রয়েছেন। অবশ্যই সেইসব নাস্তিকদের জন্য নয়, যারা সত্য খুঁজবেনা বলে পণ করে নিয়েছে, অথবা সত্য দেখেও না দেখার অ্যাক্টিংয়ের চাকুরি নিয়েছে। এইসব নাস্তিক ভাই-বোনদেরকে আমার লেখা থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করার অনুরোধ রইল।