"গুগল ব্যাংক জব (কুইক প্রিপারেশন)" বইটি সম্পর্কে কিছু কথা: চাকরির যত ক্ষেত্র রয়েছে, তারমধ্যে বিসিএসের পরে চাকরি প্রত্যাশীদের প্রথম পছন্দ থাকে ব্যাংকিং ক্ষেত্রটি। প্রতিবছর বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে কয়েক হাজার ব্যক্তিকে নতুনভাবে নিয়ােগ দেয়া হয়। এরই ধারাবাহিকতায় সম্প্রতি কয়েকটি বেসরকারি ব্যাংকের নিয়ােগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়া ২৩ আগস্ট, ২০১৭ ও পরবর্তীতে প্রায় ৭০০০টি শূন্য পদে ব্যাংকার্স সিলেকশন কমিটির (BSC) সদস্যভুক্ত ৮টি রাষ্ট্রায়ত্ব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জনবল নিয়ােগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ বিজ্ঞপ্তির আলােকে BSC সদস্যভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার, অফিসার ও অফিসার (ক্যাশ) পদে সমন্বিতভাবে পরীক্ষা গ্রহণ করে চূড়ান্তভাবে প্রার্থী বাছাই করা হবে। উল্লিখিত নিয়ােগ বিজ্ঞপ্তির যােগ্য প্রার্থীদের (যারা বৈধ আবেদনকারী হিসেবে নির্বাচিত) প্রথমে MCQ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। MCQ বা বাছাই পরীক্ষায় উত্তীর্ণরা পরবর্তীতে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ পাবে। সুতরাং বলা যায়, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হবে। চৌকস, অধ্যবসায়ী এবং সুশৃঙ্খল তথ্যসমৃদ্ধ বইয়ের অনুসরণকারীরা। প্রসঙ্গত: ১৯৯৭ সাল থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলাের প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়ােগ করা হতাে ব্যাংকার্স রিক্রটমেন্ট কমিটির (BRC) মাধ্যমে। ২০০৯ সালের ১৭ ডিসেম্বর BRC বিলুপ্ত হয়। ২০১০ সাল থেকে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলাের পরিচালনা পরিষদের অনুমােদিত নিয়ােগবিধি অনুসারে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সবপর্যায়ে নিয়ােগ দিয়ে আসছিল। ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চেয়ারম্যান করে ব্যাংকার্স সিলেকশন কমিটি (BSC) গঠন করে সব রাষ্ট্রায়ত্ব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়ােগ প্রবিধানমালা প্রণয়ন করা হয়, যার প্রধান লক্ষ্য, সিনিয়র অফিসার, অফিসার ও অফিসার (ক্যাশ) বা সমমান পদে সমন্বিতভাবে নিয়ােগ পরীক্ষা নেয়া। এই বিধির আওতায় এবারই প্রথম নিয়ােগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে BSC কর্তৃপক্ষ। আর এটি এই বিধির আওতায় প্রথম নিয়ােগ পরীক্ষা, বিধায় প্রস্তুতি নিতে হবে একটু বেশি সতর্কতার সাথে। কারেন্ট পাবলিশার্স এই বাড়তি সতর্কতার বিষয়টি অনুধাবন করে Google ব্যাংক জব কুইক প্রিপারেশন বই প্রকাশের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ব্যাংক, সােনালী ব্যাংক, জনতা ব্যাংক সহ অন্যান্য রাষ্ট্রায়ত্ব ব্যাংকের কয়েকজন মেধাবী ব্যাংকার বইটি প্রণয়নে বিশেষভাবে সহায়তা করায় আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। BSC-এর প্রত্যেক প্রার্থীকে যােগ্য করে তােলার লক্ষ্যে প্রকাশিত এ বইটি প্রস্তুতির পূর্ণতা দিতে অনবদ্য ভূমিকা রাখবে এই প্রত্যাশা করছি। পরিশেষে, BSC সহ অন্যান্য ব্যাংক নিয়ােগ প্রত্যাশীদের জন্য শুভ কামনা রইল।