"কথারা আমার মন" বইটির সম্পর্কে কিছু কথা: জীবন উদ্দেশ্যহীন নয়, আবার অর্থময়ও নয়, এর গন্তব্য হয় না, আবার এর কাঠামাে চারিত্রিকভাবে গন্তব্য নয়। মানুষও অন্য প্রাণীর মতাে, পাখির মতাে, মাছের মতাে, পিঁপড়ের মতাে, গাছের মতাে। বাস্তবতা যখন নিজে থেকে নিজেই আবিষ্কৃত, তখন এই আবিষ্কারের সাজানাে দোকানে মানুষের চিন্তা, অনুভূতি, চেতনগুলাে বড় ভঙ্গুর। জীবনধারণ আর জীবনযাপন দুই জিনিস। প্রতিদিনের এই বাঁচা, প্রতিদিনের এই ক্ষয়ের মাঝে সাঁতার কাটা মানুষেরা কি বুঝতে পারে জীবন তাদের হাতের মাঝে গলানাে পানির মতন পড়ে যায়! মৃত্যুভয় মূলত অমরতার আক্ষেপ। রাত্রি-দিনের অবিশ্রাম স্তিমিত হাসিতে শতাব্দীর পর শতাব্দীর সূর্যের অঢেল রােদের শিহরিত মাধুর্য। পৃথিবীর নােংরা, বর্বরতা, রক্তপাত আর অভ্যুত্থানের ইতিহাস বিপুল পুষ্পমাল্যে বিচিত্র নিশান হয়ে মৃত্যুর দুয়ারে দাঁড়ানাে। এই মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েই জীবনের গান গায় মানুষ। ফেরি করে তার না-পাওয়া জীবনের সুর। কথারা আমার মন মানুষের সেই গান আর সুরকে বাঁধতে চেয়েছে—যাঁদের মন এখনাে মরে যায়নি, যারা এখনাে স্বপ্ন দেখতে পারেন, তাঁদের মনের সুর এখানে বাঁধতে চাওয়া হয়েছে। আট মাসের একটা ঘােরের মাঝে অধ্যায়গুলাে লেখা হয়েছিল। প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ নিজেই নিজের কাছে ছুটি নিয়ে মনের কথার সুর বাঁধার খেলায় মেতেছিল। অদ্ভুত, বড় অদ্ভুত সেই খেলা।