“উইলিয়ম শেক্সপীয়র কে ছিলেন ?" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ “উইলিয়ম শেক্সপীয়র কে ছিলেন? মনে হতে পারে, এটা আবার কোনাে প্রশ্ন। হলাে? সবাই তাে জানেই উইলিয়ম শেক্সপীয়র। কে, তাই না?... তিনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় নাট্যকার । রাণী প্রথম এলিযাবেথ-এর। রাজত্বকালে স্ট্রাটফোর্ড-আপন-এভন-এ বাস করতেন তিনি এবং লিখেছেন হ্যামলেট, রােমিও। অ্যান্ড জুলিয়েট, ম্যাকবেথ, আ মিডসামার নাইট’স ড্রীম, হেনরি দ্য ফিফথ এবং আরাে অনেক নাটক ও কবিতা ।... ইন্টারনেটের । কোনাে সার্চ এঞ্জিনে শেক্সপীয়র নামটি লিখে। খুঁজলে মুহুর্তের মধ্যে লক্ষ লক্ষ যেসব রেফারেন্স এসে মনিটরের স্ক্রীনে জমা হবে তা দেখলে যে। কারােরই মাথা ঘুরে যাবার কথা । কিন্তু উইলিয়ম শেক্সপীয়র সত্যিই এক রহস্যমানব; ... আমরা এখনাে শতভাগ নিশ্চিত। নই যে তার লেখা বলে যেসব নাটক পরিচিত। সেসব আদপেই তিনি লিখেছিলেন কিনা। তিনি কেমন লােক ছিলেন, কারা তার বন্ধু ছিলেন বা তিনি দেখতে কেমন ছিলেন সে-বিষয়ে নিশ্চিত করে বলা যায় এমন কিছুই আমাদের হাতে এসে পৌছােয়নি ...। তার কোনাে চিঠি বা নিত্য ব্যবহার্য জিনিস-ও আজ খুঁজে পাওয়া যায় না। ' এমনকি তার নিজের পদবীটি তিনি কিভাবে লিখতেন তা-ও আমরা নিশ্চিতভাবে জানি না। বিভিন্ন দলিল দস্তাবেজ বা কাগজপত্রে সেটা নানান বানানে দেখা গেছে।... কারাে কারাে নামে পরিচিত এবং ১৫৬৪ খৃষ্টাব্দে স্ট্যাটফোর্ড। আপন-এভন-এ জন্মগ্রহণকারী মানুষটি, আর যিনি এতােগুলাে অসাধারণ নাটক ও কবিতা। লিখেছেন, এই দু’জন একই লােক নন।”