‘দ্য ২১ সাকসেস সিক্রেটস্ অব সেল্ফ মেইড মিলেনিয়ারস্ ' বইয়ের ভিতরের কথাঃ জীবনকে সফলতার সাথে সুন্দরভাবে উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই সফল লোকদের কাছ থেকে শিখতে হবে। নদীতে যেমন নৌকা চালাতে গেলে বাতাসের দিকে খেয়াল রাখতে হয়, বাতাসের গতিপথ বুঝে নৌকা চালালে সহজে দরিয়া পার হওয়া যায়, ঠিক তেমনি সফল লােকদের কাজকর্ম থেকে যতবেশি শেখা যায়, যতবেশি তাদের কলাকৌশলগুলাে নিজ জীবনে প্রয়ােগ করা যায় ততই জীবন সহজ ও সুন্দর হয়ে ওঠে। ব্রায়ান ট্রেসির দ্য ২১ সাকসেস সিক্রেটস্ অব সেল্ফ মেইড মিলেনিয়ারস্ বইটি এমনই একটি অসাধারণ বই। এখান থেকে আপনি পাবেন সফল লােকদের জীবনযাপন কৌশল এবং তাদের সাফল্যের গল্পগাঁথা। সেখান থেকে আপনি সহজেই আপনার এগিয়ে চলার পথ, কৌশল বা উপায় খুঁজে পেতে পারেন। সহজবােধ্য অনুবাদ, সাবলীল ভাষা, প্রাঞ্জল লেখনী আপনাকে চমৎকৃত করবে এবং আপনার জীবনে এগিয়ে চলার সঙ্গী হিসেবে বইটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
‘দ্য ২১ সাকসেস সিক্রেটস্ অব সেল্ফ মেইড মিলেনিয়ারস্ ' বইয়ের ফ্ল্যাপের কথাঃ ব্রায়ান ট্রেসির জন্ম ১৯৪৪ সালের ৫ই জানুয়ারি । তিনি অনুপ্রেরণার একজন প্রসিদ্ধ লেখক। তিনি ব্রায়ান ট্রেসি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান এবং সিইও। তার এই কোম্পানি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী উন্নয়নে প্রশিক্ষণ দিয়ে থাকে। ব্রায়ান ট্রেসির লক্ষ্য হচ্ছে আপনার ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নে আপনাকে সহায়তা করা। তিনি প্রায় ১,০০০ কোম্পানির ৫০,০০,০০০ লোককে প্রশিক্ষণ দিয়েছেন। তিনি আমেরিকা, কানাডা এবং বিশ্বের প্রায় ৫৫টি দেশে ৫,০০০টিরও বেশি সেমিনারে বক্তব্য রেখেছেন। তিনি প্রতি বছর ২,৫০,০০০ মানুষকে অনুপ্রেরণা দেন। তিনি দীর্ঘ ৩০ বছর যাবৎ অর্থনীতি, ইতিহাস, দর্শন ও মনোবিজ্ঞান নিয়ে গবেষণা করেন। তিনি এই দীর্ঘ সময়ে প্রায় ৫০টিরও বেশি বই রচনা করেন। সূচিপত্রঃ ভূমিকা..........১১ সূচনা : কারণ ও প্রভাবের সূত্র..........১৫ সাফল্যের রহস্য প্রথম : বড় স্বপ্ন দেখুন..........১৯ দ্বিতীয় : একটি নির্দিষ্ট লক্ষ্য..........২৫ তৃতীয় : নিজেকে নিজের কর্মচারী ভাবুন..........২৯ চতুর্থ : সেই কাজই করাে যা তুমি করতে চাও..........৩৩ পঞ্চম : শ্রেষ্ঠত্বের প্রতিশ্রুতি..........৩৭ ষষ্ঠ : অনেক দিন যাবৎ কঠোর পরিশ্রম করতে হবে..........৪১ সপ্তম : প্রতিনিয়ত নতুন কিছু শেখার প্রতি আগ্রহী হন..........৪৭ অষ্টম : নিজের জন্য অর্থ বরাদ্দ রাখুন..........৫৩ নবম : কাজের প্রত্যেকটি বিষয় সম্পর্কে জানুন !..........৫৯ দশম : অন্যের সেবায় আত্মনিয়ােগ করুন..........৬৩ একাদশ : নিজের এবং অন্যের সাথে সম্পূর্ণ সৎ হােন..........৬৭ দ্বাদশ : সঠিকভাবে প্রাধান্য বাছাই এবং তা পূরণ করার জন্য একনিষ্ঠভাবে চেষ্টা করুন..........৭১ এয়ােদশ : দ্রুততা ও নির্ভরযােগ্যতার সুনাম অর্জন করুন..........৭৫ চতুর্দশ : সাফল্য পর্বতের এক চূড়া থেকে অন্য চূড়ায় আরােহণের জন্য প্রস্তুত হােন..........৭৯ পঞ্চদশ : সব বিষয়ে আত্মনিয়ন্ত্রণের অনুশীলন করুন..........৮৩ ষােড়শ : আপনার সুপ্ত সৃজনশীলতার প্রকাশ ঘটান..........৮৭ সপ্তদশ : সঠিক মানুষের সাথে চলুন..........৯১ অষ্টাদশ : নিজের শরীরের প্রতি সর্বোচ্চ যত্নশীল হােন..........৯৭ ঊনবিংশ : অবস্থা বুঝে ব্যবস্থা নিন..........১০১ বিংশ : কখনােই ব্যর্থতাকে একটি উপায় ভাববেন না..........১০৫ একবিংশ : “অধ্যবসায় পরীক্ষায় উত্তীর্ণ হােন..........১০৯ সারকথা : সাফল্য অর্জনযােগ্য..........১১৫ অটোসাজেশন/স্বনির্দেশ..........১১৭ লেখক পরিচিতি..........১২১ তথ্য সহায়ক..........১২৫
ব্রায়ান ট্রেসি একজন কানাডিয়ান-আমেরিকান বক্তা এবং আত্মোন্নয়নমূলক রচনা লেখক। তিনি 'ব্রায়ান ট্রেসি ইন্টারন্যাশনাল' নামক সংস্থার চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী। এই সংস্থার মূল উদ্দেশ্য হলো ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রশিক্ষণ ও বিকাশে সহযোগিতা এবং সার্বিক উন্নয়নে কাউন্সেলিং সেবা প্রদান করা। ব্রায়ান ট্রেসি নেতৃত্ব, ব্যক্তিত্ব, আত্মসম্মান, লক্ষ্য, কৌশল, সৃজনশীলতা এবং সাফল্য- মনোবিজ্ঞানের এই শাখাগুলোর তাৎপর্য অনুধাবনের মাধ্যমে অনুপ্রাণিত করার কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জনপ্রিয় এই বক্তার জন্ম কানাডার প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে, তারিখটা ১৯৪৪ সালের ৫ জানুয়ারি। পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি অব আলবার্টা থেকে। ১৯৮৪ সালে কানাডার ভ্যানকুভারে তিনি 'ব্রায়ান ট্রেসি ইন্টারন্যাশনাল' প্রতিষ্ঠা করেন। তার ৪০ বছরের বেশি কর্মজীবনে তিনি প্রায় ১,০০০ এরও বেশি প্রতিষ্ঠানকে কাউন্সেলিং সেবা দিয়েছেন, এবং প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের সামনে বক্তব্য রেখেছেন। কানাডা, আমেরিকার বাইরেও প্রায় ৭০টি দেশে তার প্রচারিত আলোচনা অনুষ্ঠানের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। ব্রায়ান ট্রেসি এর বই এবং তার আলোচনার ভিডিও ও অডিও ক্লিপ সারা বিশ্বের কর্পোরেট ও ব্যক্তিপর্যায়ের উদ্যোক্তা তরুণদের কাছে বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। তিনি বিশ্বব্যাপী প্রচারিত ও বিক্রিত ' সাইকোলজি অব এচিভমেন্ট'সহ প্রায় ৫০০টিরও বেশি অডিও ও ভিডিও প্রোগ্রাম তৈরি ও প্রযোজনা করেছেন, যা ২৮টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। বিশ্বব্যাপী সমাদৃত ব্রায়ান ট্রেসি এর বই সমগ্র হলো 'দ্য ২১ সাকসেস সিক্রেটস অব সেল্ফ মেইড মিলিওনিয়ারস', 'টাইম ম্যানেজমেন্ট', 'ইট দ্যাট ফ্রগ!', 'চেঞ্জ ইয়োর থিংকিং চেঞ্জ ইয়োর লাইফ', 'লিডারশিপ', 'কিস দ্যাট ফ্রগ', 'নো এক্সকিউজ : দ্য পাওয়ার অব সেল্ফ ডিসিপ্লিন' ইত্যাদি। ট্রেসির লেখা বইগুলো তার অনুপ্রেরণা জোগানো বক্তব্যগুলোর মতই আকর্ষণীয় ও শিক্ষণীয়। কর্পোরেট ম্যানেজমেন্টের জগতে আত্মোন্নয়নমূলক পন্থা বাতলে তরুণদের কাছে ব্রায়ান ট্রেসি এর বই সমূহ বেশ জনপ্রিয়তা লাভ করেছে।