"গল্প বলি ফিলিস্তিনের" বইয়ের সংক্ষিপ্ত কথা: আল-কুদস জেরুজালেম ফিলিস্তিন। আমাদের মুসলিম মানসে অনির্বাপিত ব্যথার দীপশিখা। যুগ যুগ ধরে আমরা এ ব্যথা বয়ে বেড়াচ্ছি। প্রতিদিন এ ব্যথা থেকে রক্তপাত হচ্ছে; আমরা কাদছি, হাহাকার করছি, আকাশ কাঁপিয়ে আরশের মালিকের কাছে প্রার্থনা করছি—আগামী রমজানে আমরা আবার বায়তুল মুকাদ্দাসের চত্বরে বসে ইফতার করতে চাই। হে আল্লাহ! তুমি আবার আমাদের সেই সাহায্য ও শক্তি দান করাে। আল্লাহ নিশ্চয় একদিন আমাদের প্রার্থনা গ্রহণ করবেন। আমরা সেই দিনের প্রতীক্ষায় প্রতিদিন সইছি ব্যথার দহন। এ গ্রন্থ সেই ব্যথাদীর্ণ ফিলিস্তিনের ইতিহাস ও বর্তমান তুলে এনেছে হৃদয়গ্রাহী বর্ণনায়।
হামমাদ রাগিবের জন্ম ১৯৯৪ খ্রিষ্টাব্দে, মৌলভীবাজারের রাজনগর উপজেলাধীন মৌলভীচক গ্রামে। কওমি মাদরাসায় পড়াশোনা, ঢাকার জামেয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন, কুরআনের হাফেজও। পেশাগত জীবনে লেখালেখি, সম্পাদনা ও গবেষণার কাজে জড়িত। একাধিক মাসিক পত্রিকা সম্পাদনা করেন। ইসলামউপজীব্য বিভিন্ন বিষয়ে সম্পাদিত বইয়ের সংখ্যা বিশের অধিক। খণ্ডকালীন শিক্ষকও। ইসলামের ইতিহাস ও কুরআনের তাফসির তাঁর পাঠ, পাঠদান ও আগ্রহের বিষয়।