"গার্মেন্টস মার্কেটিং এন্ড মার্চেন্ডাইজিং" বইটির 'চতুর্থ সংস্করনের ভূমিকা' অংশ থেকে নেয়াঃ গার্মেন্টস মার্কেটিং এণ্ড মার্চেন্ডাইজিং বইখানিতে আরও নুতন বিষয় যােগ করলেও কোন কোন বিষয়ে আরও বিস্তারিত বর্ণনা থাকলে আরও ভাল হয় ইত্যাদি মন্তব্য এসেছে কোন কোন পাঠকের কাছ থেকে। পাঠকদের কাছ থেকে প্রাপ্ত এই সমস্ত মন্তব্য থেকে এবং বাজারে বইখানির চাহিদার কথা বিবেচনা করে এর চতুর্থ সংস্করণ বের করা হলাে। তবে নানান রকমের সঙ্গত কারণেই চতুর্থ সংস্করণেও পাঠকদের সকল চাহিদা পূরণ করা যায়নি। আশা করি সহৃদয় পাঠক সেই ভাবেই চতুর্থ সংস্করণের মূল্যায়ন করবেন। “গার্মেন্টস মার্কেটিং এন্ড মার্চেন্ডাইজিং” বইখানির প্রথম প্রকাশনায় সূচীতে অনেক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিষয়গুলির কোন কোনটির বিস্তারিত বর্ণনা থাকলেও অনেক বিষয়ে অতি সংক্ষেপে বর্ণনা দেয়া হয়েছে। উদ্দেশ্য হচ্ছে যে যিনি মার্চেন্ডাইজার হতে চান তাঁকে এই ধারণাটি দেয়া যে একজন মার্চেন্ডাইজারের অনেক বিষয়ের উপর জ্ঞান রাখা প্রয়ােজন। যেমন গার্মেন্টস এর উৎপাদন, এর মান নিয়ন্ত্রণ কিংবা কমার্শিয়াল বিভাগ ইত্যাদি যাবতীয় বিষয়ের উপরই মার্চেন্ডাইজারের জ্ঞান রাখতে হবে। কিন্তু মাত্র একখানি বই-এ এই সমস্ত বিষয়ের উপর বিস্তারিত বর্ণনা সম্ভব নয়। তাছাড়া একজন মার্চেন্ডাইজারকে পুংখানুপুংখভাবে আক্ষরিক অর্থে সমস্ত বিষয়ের উপরই বিস্তারিত দক্ষতা অর্জন জরুরী তাও নয়। তাই ‘গার্মেন্টস মার্কেটিং এন্ড মার্চেন্ডাইজিং” বই খানির চতুর্থ সংস্করণেও অনেক বিষয়ের বর্ণনা আগের মতই সংক্ষিপ্ত রাখা হয়েছে। তবে এতে কিছু পুরাতন বিষয়ের বর্ণনায় বিস্তৃতি ঘটেছে এবং কিছু নতুন বিষয়ের সংযােজন হয়েছে। কিন্তু এই সংস্করণের ফলে বইখানিতে আগের কোন বিষয় বাদ পড়েনি। আশা করি এটা উৎসাহী পাঠকদের জন্য সহায়ক হবে।