"প্রবাস উপাখ্যান" বইয়ের লেখকের কথা: ২০০৮ সালে আরব আমিরাতে আসার পর প্রবাসীদের করুণ, নির্মম জীবন দেখে যে মনবাসনা তৈরি হয়েছিল বিভিন্ন সময়ে জাতীয় পত্রিকা, ম্যাগাজিন বা সাময়িকীতে লিখনীর মাধ্যমে তার বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছি। প্রবাস ও প্রবাসীদের বাস্তবতা নিয়ে প্রকাশিত নির্বাচিত লিখা সমুহের সংকলন এ বইটি।
প্রবাসে প্রতিটি মানুষের জীবনই এক একটা গল্প। যে গল্পের বাস্তবতা কল্পনা বা রূপকথাকে ও হার মানাবে। সীমাহীন কষ্ট করে নিজে খেয়ে না খেয়ে পরিবারকে স্বাবলম্বী করতে যারা নিরলস কাজ করে যাচ্ছেন তাদের খোঁজই বা ক’জনে রাখেন। যাদের জন্য সীমাহীন কষ্ট আর ভালবাসা ত্যাগ করে প্রবাসী! সময় মত চাহিদা পুরণে ব্যর্থ হলে অনেকের ঘাঁড়ে আসে অবিশ্বাসের কলংক! নিম্ন আয়ের নির্মাণ শ্রমিকদের মানবেতর জীবন যাপনের বাস্তব চিত্র তুলে ধরার পাশাপাশি নারী শ্রমিকদের সমস্যা, বিভিন্ন উৎসব আয়ােজনে স্বজনদের শুন্যতা, পরিবারের জন্য অনেক প্রবাসীর ফেরারী জীবনসহ প্রবাসীদের নানাবিধ সমস্যা নিয়ে নিয়ে বর্ণনা করেছি। মূলত বইটিতে মধ্যপ্রাচ্যে বসবাসকারী প্রবাসীদের জীবনচিত্র আলােকপাত করার চেষ্টা করেছি।
দেশীয় অর্থনীতির অন্যতম উৎস প্রবাসীদের পাঠানাে রেমিটেন্স হলেও প্রবাসীরা রাষ্ট্রীয় ভাবে যেমন সঠিক মূল্যয়ন পায়না ঠিক তেমনিভাবে পরিবারের ভরণ-পােষণের একমাত্র অবলম্বন হলেও টাকার প্রয়ােজন ছাড়া প্রবাসীকে মনে রাখেনা যা সত্যিই দুঃখজনক।
প্রবাসীদের সম্পর্কে দেশের অনেকের ধারণা প্রবাসী মানে অশিক্ষিত বা অর্ধশিক্ষিত এক নির্মাণ শ্রমিক, যার ফলে দেশে গিয়ে বিয়ে বিড়ম্বনার শিকার হন অনেক প্রবাসী শিক্ষিত পাত্র। অথচ প্রবাসে রয়েছে প্রচুর শিক্ষিত জনশক্তি যারা বিশ্বের নামী দামি বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকতা পেশাসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্ণধার। প্রবাস কষ্টের হলে ও অধম্য ইচ্ছা থাকলে সফল হওয়া যায়, যার ফলে অনেকে বিদেশ যেতে ইচ্ছুক, তাই কিভাবে জীবন যাপন করলে প্রবাসে সফলতা আসবে তা বর্ণনার চেষ্টা করেছি বইটিতে, বইটি বিদেশ গমনেচ্ছু প্রবাসীদের সহায়ক হবার পাশাপাশি প্রবাসীদের সম্পর্কে খারাপ ধারণা পােষণকারীদের মানসিক ধারণায় পরিবর্তন আনবে আশাকরি।