"বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও শাসনকাল ১৯৭২-১৯৭৫" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ ১৯৭১ খ্রিষ্টাব্দে দীর্ঘ ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। স্বাধীনতার পর ১৯৭২ খ্রিষ্টাব্দের ১০ জানুয়ারি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। জীবন-মৃত্যুর ভয়ঙ্কর অধ্যায় পার হয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মহান এ নেতার প্রত্যাবর্তনের মাধ্যমে পূর্ণতা পায় মহান স্বাধীনতা সংগ্রামের বিজয়। অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ঢাকায় আসেন তখন আনন্দে আত্মহারা লাখ লাখ বাঙালি তাকে স্বতঃস্ফূর্ত সংবর্ধনা জানায়। সেইদিন বিকাল ৫ টায় রেসকোর্স ময়দানে (বর্তমান সােহরাওয়ার্দী উদ্যান) প্রায় ১০ লক্ষ মানুষের উপস্থিতিতে সদ্য স্বাধীন বাংলাদেশে প্রথম ভাষণ দেন। এই ভাষণে বঙ্গবন্ধু সশ্রদ্ধচিত্তে সবার ত্যাগের কথা স্মরণ করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত সময়কালে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন ছিল সীমাহীন দুর্নীতি ও অস্থিরতায় পরিপূর্ণ। অর্থনৈতিক স্বল্পতার কারণে সরকার সাধ্যমতাে কাজ করেও সুফল পায়নি। অপরদিকে স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী জনগণের সরকারের প্রতি প্রত্যাশা ছিল অনেক বেশি। চাওয়া পাওয়ার মধ্যকার এ ব্যবধান রাষ্ট্রীয় সংহতি ক্ষতিগ্রস্থ করে। তাছাড়া স্বাধীনতা বিরােধী চক্র এ সময় মাথাচাড়া দিয়ে উঠে। বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্যে ১ম ষড়যন্ত্র করা হয়। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বাঙালি জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। বাংলাদেশের ইতিহাসে ১৫ আগস্ট ১৯৭৫ সাল একটি শােকাবহ ও দুঃখময় দিন। কেননা জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে দেশের রাজনীতি, সমাজ, অর্থনীতিসহ নানা ক্ষেত্রে এক আমূল আদর্শিক পরিবর্তন লক্ষ করা যায়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা ও তাঁর সরকারকে উৎখাতের পর তারই মন্ত্রিসভার বাণিজ্যমন্ত্রী খন্দকার মােশতাক আহমেদ রাষ্ট্রপতির ক্ষমতা দখল করেন। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করেন। তার ভাষণে তিনি মুসলিমবিশ্বসহ সকল দেশের সাথে সম্পর্ক স্থাপনে আগ্রহ প্রকাশ করেন। ক্ষমতায় আরােহণের পর তিনি যে মন্ত্রিসভা ঘােষণা করেন, এর অধিকাংশ সদস্যই বঙ্গবন্ধুর মন্ত্রীসভার অন্তর্ভুক্ত ছিলেন।
Title
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও শাসনকাল ১৯৭২-১৯৭৫